প্রিয় পাঠক, হঠাৎ করে অলৌকিক শক্তি পেয়ে গেলে কী করবেন আপনি? কখনও ভেবেছেন, বাজি ধরে পনেরো বছরের জন্য স্বেচ্ছা-কারাবাস বেছে নিতে পারে কেউ? দেড়শো বছরেরও বেশি সময় ধরে মানসিক হাসপাতালে বন্দি হয়ে আছে এক রোগী - বিশ্বাস হয়? কিডন্যাপার নিজেই মুক্তিপণ দেয়, শুনেছেন কখনও? ভিনগ্রহে নেমে অদৃশ্য, ভয়ঙ্কর এক শত্রুর মুখোমুখি হচ্ছে একদল মানুষ; কীভাবে বাঁচবে তারা? বিশ্ববিখ্যাত আটজন লেখকের লেখা এমনই আটটি রোমাঞ্চ কাহিনী নিয়ে এ-বই। কখনও হাসবেন, কখনও আতঙ্কিত হবেন, আবার কখনও বা হবেন শিহরিত। প্রতিটি কাহিনী পড়া শেষে বিস্ময় নিয়ে ভাববেন, এ-ও কি সম্ভব?
দুর্দান্ত একটা সংকলন। বাসার ভিতর লুকিয়ে থাকা ভয়ানক অন্ধকার একটা জগৎ, সাহসী আর বুদ্ধিমান একটা বাচ্চা মেয়ে আর একটা বিড়াল সব মিলিয়ে বইয়ের সিংহভাগ দখল করে থাকা নেইল গেইম্যানের কোরালাইন নিজেই একটা মাস্টারপিস। এর বাইরে প্রতিটা গল্পই নিখাদ বিনোদন - হঠাৎ অলৌকিক ক্ষমতা পাওয়ার পরিণতি, বাজি ধরে পনেরো বছর কারাবাসে থাকার মনস্তত্ত্ব, বদের হাড্ডি এক পিচ্চিকে অপহরণের হিউমার, ভয়ানক ভিনগ্রহ, জুলভার্নের ক্লাসিক বর্ণনায় ঝড়ের রাত সবমিলিয়ে খুবিই ভালো লাগার মত সংকলন।
আমার কাছে বইটা বেশ ভালো লেগেছে, বিশ্ব বিখ্যাত আট জন লেখকের ৮ টা রহস্য গল্পের সংকলন নিয়ে এই বইটা । আটটা গল্পই ভিন্ন ধরনের এবং সবগুলোই বেশ ভালো লেগেছে। সেবা প্রকাশনী থেকে প্রতি বছর এই সংকলনগুলোর অপেক্ষায় থাকি । সুলেখক ইসমাইল আরমান গল্প সিলেক্ট করার ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, প্রতিটা গল্পই পড়ে মজা পেয়েছি।
ইসমাইল আরমান স্যারের লিখার খুব ভক্ত।মেলায় বের হওয়ার পর থেকেই বইটি উইশলিস্টের টপে ছিল। নিঃসন্দেহে বইটার সেরা গল্প "কোরালাইন" গল্পটি।যদিও আগে পড়া ছিল তারপর আবার রি রীড দিলাম।অসাধারণ একটা মন ভালো করার মতো গল্প।সাথে দুর্দান্ত অনুবাদ তো ছিলই। এরপর বাকি ৭ টা ছোট গল্পের মধ্যে সেরা ছিল ফিলিপ কে ডি কের "অনুরূপী", মারে লিন্সটারের " জন কিংম্যানের অদ্ভুত ঘটনা " এবং আর্থার সি ক্লার্কের "ঘুম"।তবে স্পেশাল মেনশন দেওয়া উচিত আন্তন চেখভের " বাজি" গল্পটার উপর।লাস্টের অংশটুকু পড়ে বেশ খারাপ লেগেছে।সব মিলিয়ে দুর্দান্ত এক সংকলন।