গল্প + বিজ্ঞান = কল্পবিজ্ঞান, সমীকরণ করলে এমনই দাঁড়ায়। কল্পবিজ্ঞানের পরিধি সীমাহীন। বিজ্ঞানের আশ্চর্য তথ্য বা জাদুকে সঙ্গী করে কল্পবিজ্ঞান পাড়ি দেয় জল-স্থল-অন্তরীক্ষে; পাঠকের সামনে খুলে যায় এক নতুন জগৎ।
জুল ভার্ন, এইচ. জি. ওয়েলস থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্বসাহিত্যে কল্পবিজ্ঞান সৃষ্টি অফুরন্ত হলেও বাংলাভাষায় কল্পবিজ্ঞানের লেখক হাতে গোনা মাত্র কয়েকজন। অদ্রীশ বর্ধন সেই তালিকায় নিজস্ব সৃষ্টির প্রতিভায় বিশেষ স্থান অধিকার করে রয়েছেন। দীর্ঘকাল ব্যাপী বহুবিচিত্র বিষয়ে অজস্র সায়েন্স ফিকশন লিখে চলেছেন এই মানুষটি। মহাকাশ থেকে রোবট, রোবট থেকে ভিনগ্রহী, স্বর্গ থেকে মর্ত্য, মর্ত্য থেকে পাতাল—কী নেই তাঁর ঝুলিতে।
সেই বিচিত্র বিপুল সম্ভার থেকে যাবতীয় লেখা একত্রিত করে পরিবেশিত হল ‘সেরা কল্পবিজ্ঞান অমনিবাস’-এ। মোট ৩০টি রুদ্ধশ্বাস গল্প-কাহিনির এই বই যে-কোনও পাঠককে ছুটিয়ে নিয়ে যাবে বিজ্ঞান ও কল্পনার অদৃশ্য জগতে।
জন্ম: ১ ডিসেম্বর, ১৯৩২ | কলকাতায় | একটি শিক্ষক পরিবারে ছোট থেকেই অজানার দিকে দুর্নিবার আকর্ষণ | অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে | চোদ্দবার চাকরি বদল | নামী একটি প্রতিষ্ঠানের পারচেস-ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে | গোয়েন্দাকাহিনী দিয়ে লেখালেখির শুরু | ' রচনারীতি র দিক থেকে শরদিন্দু বন্দোপাধ্যায় এর উত্তরসুরী ' - অভিনন্দন জানিয়েছে একটি নামী সাপ্তাহিক | সেরা বিদেশী গোয়েন্দাকাহিনীকে পরিবেশন করেন বাংলায় | বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্রিয় জগৎ, অতিপ্রাকৃত, অনুবাদ - প্রায় সব ক্ষেত্রেই পেয়েছেন স্বীকৃতি | ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা 'আশ্চর্য'র ছদ্দনামী সম্পাদক | এবং সম্পাদনা করেন 'ফ্যান্টাস্টিক' | সত্যজিত রায়ের সভাপতিত্বে প্রথম 'সায়ান্স ফিকশন সিনে ক্লাব' এর প্রতিষ্ঠাতা সম্পাদক | পত্রিকা, রেডিও, ফিল্মক্লাবের মাধুঅমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন | একাধিক পুরস্কার | কিশোর জ্ঞানবিজ্ঞান ও পরপর দু-বছর 'দক্ষিণীবার্তা'র শ্রেষ্ঠগল্প পুরস্কার | অনুবাদের ক্ষেত্রে 'সুধীন্দ্রনাথ রাহা'-পুরস্কার | ভালবাসেন: বই | গানবাজনা | দেশভ্রমণ
তিরিশটি রোমাঞ্চকর কল্পগল্পের এই সংকলনটি পড়তে ব্যাপক লাগে। তবে এই গল্পগুলোর মধ্যে যে পরিমাণ ভাবনার খোরাক আছে, তার ভগ্নাংশ পরিমাণেও সিরিয়াসনেস নেই। কিংবদন্তি লেখক যেন সাইফি-র নামে পাঠকের সঙ্গে কিঞ্চিৎ হাস্য-পরিহাসেই বেশি আগ্রহী ছিলেন। তবু, ঝরঝরে লেখায় টানটান এতগুলো গল্প একসঙ্গে পড়তে পাওয়াও কি চাট্টিখানি কথা? সুযোগ পেলেই পড়ে ফেলুন।