কিছু কিছু বই নিয়ে বিশেষ কিছু বলা স্পর্ধা দেখানো। বিচ্যুত স্বদেশভূমি'র মতো বই বিশ্বসাহিত্যে কমই হয়, এর বেশি খুব কিছু বলার নেই।
বইটা পড়তে গিয়ে আমি অনেকবার কেঁদে ফেলেছি। গরীবশাল, সুবলশাল, জামাইনাড়ু ইত্যাদি মায়াভরা ধানের কথা, শয়ে শয়ে ছাতুর (ছত্রাকের) রেসিপির কথা। সেই একটি গাছ যা গোটা পূর্ব ভারতে একটিই ছিল। থানের পুকুরে যে সব কচ্ছপ ভেসে গেলে পরে বাসিন্দারা আবার তুলে এনে রাখতেন। আত্মবিস্মৃত জাতির কাছে দেবল দেব একটা নিজের দিকে তাকানোর আয়না উপহার দিয়েছেন। তাঁকে ধন্যবাদ।