৩.৫/৫
বাংলা সাহিত্যের সবচেয়ে নান্দ্যনিক দুটি অংশ হলো কবিতা ও ছোটোগল্প। আহমাদ মোস্তফা কামাল ছোটোগল্পের এতদূর পথ পাড়ি দিয়ে আসার কথা লেখেছেন৷ এই আলোচনাটা করেছেন দুটি অংশে ভাগ করে। প্রথম অংশটা অনেকটা টাইমলাইনের মতো। বিভিন্ন দশকে লেখকদের উঠে আসা এবং ছোটোগল্পে তাদের অবদানের কথা বলেছেন। পাশাপাশি তাদের লেখা চমৎকার কিছু গল্পের নামও উল্লেখ আছে৷ দ্বিতীয় অংশে আছে লেখকভিত্তিক(শুধু বাংলাদেশের) বিশ্লেষণমূলক আলোচনা। সেসব লেখকরা হচ্ছেন সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু রুশদ, আবু ইসহাক, সৈয়দ শামসুল হক, রাহান খান, আখতারুজ্জামান ইলিয়াস, হুমায়ূন আহমেদ, শহিদুল জহির, মাহমুদুল হক, হাসান আজিজুল হক, ইমদাদুল হক মিলন, আবদুল মান্নান সৈয়দ এবং মঈনুল আহসান সাবের।
তার এই নিবন্ধগুলো পত্রিকায় প্রতি সপ্তায় একটা করে প্রকাশ পেত। বেশকিছু বইপুস্তক ঘাটাঘাটি করে এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগায়েই এই ধারাবাহিক আলোচনা করেছেন। বাংলা সাহিত্যের ছোটোগল্পের এসব তথ্যাবলী আগ্রহী পাঠককে আরও আগ্রহী করবে। তাছাড়া নিজের গন্ডির বাইরে গিয়ে লেখক আবিষ্কার করা এবং প্রচুর সংখ্যক চমৎকার ছোটোগল্পের সন্ধানের সুযোগ তো থাকছেই।