গোপন এক মিশন নিয়ে অতি গোপনে এমস্টারডামের শিফল এয়ারপোর্ট নামলো রানা। কিন্তু মাটিতে পা দিয়েই টের পেল প্রতিপক্ষের ক্ষমতা। অনুভব করলো সর্বক্ষণ রাখা হয়েছে ওকে পিস্তলের মুখে। একা, ফলে পাগলের মত একের পর এক ঝুঁকি নিতে হচ্ছে ওকে। যেকোন মুহূর্তে ঘটে টো যেতে পারে যা খুশি।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
অ্যামস্টার্ডাম এয়ারপোর্টে রানার চোখের সামনে খুন হল বিসিআইএ এর একজন এজেন্ট। কিছুই করতে পারল না রানা। সোহানা আর মারিয়াকে সাথে নিয়ে অ্যামস্টার্ডামে শুরু হল রানার বিশাল ড্রাগ কার্টেলের বিরুদ্ধে লড়াই। বেশ ভাল লেগেছে পড়তে, সেই সাথে শেষের দিকে রয়েছে চমক।