রাশিয়ার ছোট একটি গ্রামে গ্রাহাম ও’ডিয়াটলভ নামের এক ক্ষুদ্র লেখক লিখেছিল এক থ্রিলার সিরিজ। থ্রিলারের একাধিক ধারাকে এক প্ল্যাটফর্মে আনার উদ্দেশ্যে সে একে একে লিখেছিল সিরিজের বইগুলোঃ ‘দ্য রেড ডোর’, ‘অসমাপ্ত ক্যানভাস’, ‘এক হাজার সূর্যের নিচে’ এবং ‘ক্রিমসন’। কিন্তু সে জানতো না, তার প্রতিটি লেখাই ছিল বাস্তবতার অংশ। ধীরে ধীরে তার গল্প সত্যতে রুপান্তর হতে থাকে এবং তারই বিশ্বে তার অতিপ্রাকৃতিক সৃষ্টিগুলো অস্থিতিশীলতা তৈরি করতে থাকে। নিজের গল্পের চরিত্রদের এবং দুর্বৃত্তদের মুখোমুখি হওয়ার ভয়ে সে রাশিয়া ত্যাগ করে সিভিলিয়াতে এসে লুকিয়ে থাকার চেষ্টা করে। কিন্তু লুকিয়ে থাকতে পারে না সে। তারই শেষ সৃষ্টি, এক এলদ্রীচ ঈশ্বরের প্রতিনিধি- “ফ্যান্টম” পদার্পন করে তার দুনিয়ায়। এবং ফ্যান্টমের উদ্দেশ্য একটিই আজ- ডিয়াটলভকে সে নিজের আওতায় আনবে, যেন লেখক সাহেব তার জন্য এক নতুন গল্প লিখতে পারে, এক নতুন দুনিয়ার গল্প, যেখানে সে তার দর্শনকে স্থাপনা দিতে পারবে অতীতের সব চিহ্ন মুছে দিয়ে। যদি অন্যায় অবিচারের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হয়, তাতে দ্বিধা নেই ফ্যান্টমের। কিন্তু কোন অন্যায় আর অবিচার কাগজের পাতা থেকে মুছে যায় না। থেকে যায় কালি হয়ে সময়ের আড়ালে। ঠিক যেমনটি মুছে যায় নি গ্রাহাম ও’ডিয়াটলভের প্রথম অবহেলিত সৃষ্টি, দ্য ব্ল্যাক ফ্লেইম! আর হয়তো ফ্যান্টমের আজ সেটাই প্রয়োজন, ব্ল্যাক ফ্লেইমের রক্ত। Blood of the Black Flame এমন এক রক্ত, যাকে কালি হিসেবে ব্যবহার করে নতুন এক গল্প লিখতে বাধ্য করবে ডিয়াটলভকে। পারবে কি ডিয়াটলভ লুকিয়ে থাকতে ফ্যান্টমের কবল থেকে? পারবে কি সে তার থ্রিলার সিরিজের সমাপ্তি দিতে? এমন এক সমাপ্তি, যা তার সব গল্পের অসমাপ্ত প্লটলাইনগুলোকে সমাপ্তি দিবে। পারবে কি সে তার অসমাপ্ত ক্যানভাসটির সমাপ্তি দিতে? নাকি ফ্যান্টমের কাছে হার মেনে এক কলুষিত গল্প লিখবে সে? এক অন্ধকার সমাপ্তি সময়ের শেষ প্রান্তে গিয়ে। যেখানে সব গল্প শেষ হয়! Story’s over. Welcome to the end.
Aspiring supernatural-thriller author from Bangladesh who is willing to explore different genre's of fiction to provide thrilling tales to his readers. His published books are: 1. দ্য রেড ডোর 2. ইউক্লিড 3. অসমাপ্ত ক্যানভাস 4. এক হাজার সূর্যের নিচে 5. ডাস্কমেইডেন 6. ক্রিমসন 7. দ্য ব্ল্যাক ফ্লেইম And many more to come!
বইটা আমি অনেক ভালো লেগেছে। এর সব পার্ট গুলো আমার পড়া হয়ে গিয়েছে, আমি চেয়েছিলাম আলিফের সাথে ঈনার গল্পটি শেষ হোক। কিন্তু শেষের সমাপ্তি আমাকে অনেক কাঁদিয়েছে😭😭