রূপকথা! অল্প করে গল্পচ্ছলে শৈশবের এক বিশাল জায়গা বিস্তার করে থাকা এক স্বর্গরাজ্যের নাম।
যেখানে ন্যায়-অন্যায়,সত্য-মিথ্যা,শুভ-অশুভ শৌর্যবীর্যের কথা নাটকীয়তার মোড়কে মোড়ানো থাকলেও যার শেষটা মিলে সুখের সরলবিন্দুতে। সহজিয়া ভাষায় ভুবন ভোলানো মন ভরানোর গল্পগুলো দেশ কাল পাত্র ভেদে একটু আধটু উল্টেপাল্টে গেলেও তার আবেদনের আকর্ষণ ফিকে হয়নি একটুও এই প্রযুক্তির প্রকান্ড কারান্তরালে।
অতি লোভে তাঁতি নষ্ট হওয়ার বুড়োর বর্ণনাতীত কষ্টের সাথে রাজকন্যার রাজপুত্রকে প্রাপ্তির গল্প কিংবা সাহসী শিকারীর সততা আর নিষ্ঠবান রাজার রাজত্বে নিয়ে এই রোজকার রূপকথা সময়ের সাক্ষী হয়ে স্মৃতিকোঠায় রইবে আমৃত্যু সেই আশাতেই আরেকটু স্বস্তি নিয়ে করোনার দ্বিতীয় দফার লকডাউনে লকড না হওয়ার প্রত্যাশার পারদখানা না হয় তুঙ্গেই থাকলো.