• এই তো কদিন আগে আমাদের দেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম আমাদের গর্বের অংশীদার হওয়ার সুযোগ করে দিয়েছেন পাটের জিন মানচিত্র আবিষ্কার করে। • সন্তানের চেহারা মা-বাবার মতো হয়। কারণ সন্তানের শরীরে থাকে মা-বাবার জিন। • পৃথিবীর প্রত্যেকটা জীবের আকার, বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ধারণ করে দেয় তার জিন। • কখনো ভেবে দেখেছি কি, আমরা যে খাবার খাই, সেটা ধীরে ধীরে আমাদের শরীরেরই অংশ হয়ে যায়? এই হজম প্রক্রিয়ার নেতৃত্বে থাকে নানান রকম প্রোটিন, আর প্রোটিন তৈরির নির্দেশ দেয় জিন। • হয়তো মানুষ এখন চাইলে ঠিক তার মতো আরেকজন মানুষ ক্লোন করে ফেলতে পারবে জিন প্রযুক্তি ব্যবহার করে। কিন্তু এই জিন জিনিসটা আসলে কী, এটি কীভাবে কাজ করে? কীভাবে মানুষ আবিষ্কার করল এই জিন? আগামী শতাব্দী কি জিন প্রকৌশলে শতাব্দী হতে চলেছে? মানুষ কি পারবে মানুষ ক্লোন করতে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে বহু বছর আগে শুরু হওয়া জীবনের এক গল্পের মাঝে, যে গল্পের অংশ আমরা সবাই। ‘গল্পে-জল্পে জেনেটিক্স’ বইটিতে কার্টুনের সাহায্যে সেই গল্পটাই বলা হয়েছে।
জন্ম ১৯৮৬ সালের ২৮ জুলাই কুষ্টিয়াতে। এইচ এস সি পর্যন্ত লেখাপড়া ওখানেই। এরপর বুয়েট থেকে তড়িৎ কৌশলে (EEE) স্নাতক শেষ করে এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনাতে পিএইচডি'র জন্যে পড়ালেখা করছেন। তিনি নানামুখী সামাজিক ও শিক্ষা বিষয়ক কর্মকাণ্ডের সাথে জড়িত।
গল্পে-জল্পে জেনেটিক্স - এর প্রথম খন্ডটার মতো এখানকার বিষয়বস্তু এতো সহজ ও সাবলিল নয়। এই বইটাতে আরেকটু জটিল এবং আধুনিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। তবে উপস্থাপনের সৌন্দর্য ও রসপূর্নতা আগেরটার মতোই (মূল ভাষার বইটিতে দুই খন্ড মিলে একই বই)।
এখানে জিন এর ব্যাপারে আরো বিস্তারিত কিছু আলোচনা করা হয়েছে এবং জিন আসলে কিভাবে প্রাণীর সমস্ত শরীরাবৃত্তিয় কার্যাবলী ও গঠন নিয়ন্ত্রণ করে তার বর্ননা দেয়া আছে। ডিএনএ এর বিস্তারিত গঠন, মিউটেশন, জিন ক্লোনিং কিভাবে হয় এবং এদের কাজ ও প্রভাব সম্বন্ধে আলোচনা আছে।
সবশেষে,আধুনিক যুগের জীববিজ্ঞান গবেষনা ও এর উপর সামাজিক, মানবিক ও রাজনৈতিক প্রভাব এর ব্যাপারে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে যা সবার জানা দরকার। জীববিজ্ঞান আসলে মানবজাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী তারও ধারনা দেয়া আছে এখানে।
জল্পে গল্পে জেনেটিক্সের ২য় পর্ব।তবে এতে রয়েছে আর উচ্চতর জ্ঞান। বলতে গেলে বিশ্ববিদ্যালয় পড়া গুলোকে এটা মাধ্যমে সহজ ভাবে স্থাপন করে দিয়েছে।এক কথায় অসাধারন...!!!!!