ঔপনিবেশিক ভারতবর্ষে স্বাধীনতার জন্য যে আন্দোলন হয়েছে তাতে নেতৃত্ব দানের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন যাঁরা তাঁরা হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু। এঁরা সবাই ছিলেন জাতীয়তাবাদী। কিন্তু সুভাষ ছিলেন স্বতন্ত্র। সশস্ত্র সংগ্রাম ছাড়া ব্রিটিশ শাসনের যে অবসান ঘটানো যাবে না এই উপলব্ধিতে তিনি দ্রুতই পৌঁছে গিয়েছিলেন। এবং প্রত্যক্ষ সংগ্রামের ভেতর দিয়ে পরিণত হয়েছিলেন একাধারে বীর ও নেতায়।
সুভাষ বসুকে জানবার ও বুঝবার ক্ষেত্রে বইটি যে সহায়ক হবে তাতে কোনো সন্দেহ নেই।