কালাবগির ছোটো বাহাদুর মাঝেমধ্যে নিজের ইচ্ছায় হারিয়ে যায়। আবার ফিরে আসে। বলে, বনের টানে থাকতে পারে না দূরে। সেনহাটির এক মাঝিকে খুঁজতে গিয়ে দেখেছিলাম এক নৌকা ভৈরবের শুকনো ডাঙায় মৃত সামুদ্রিক কাছিমের মতো আকাশের দিকে মুখ করে চিত হয়ে আছে কিন্তু মাঝিকে পেলাম না। সে কুয়াশার আস্তর ছাড়িয়ে এক রাতে পৌঁছে দিয়েছিল অচেনা গ্রামে। খুড়িয়াখালির রাসেল খাঁচা থেকে ছেড়ে দিলেও পাখিটি উড়ে বনে হারিয়ে যাওয়ার আগে এসে বসেছিল রাসেলের কাছে। কয়রার আংটিহারা গ্রামের কার্তিক প্রামাণিক ঝড়ের পর মিশে গিয়েছে জনস্রোতে। তাকে খুঁজতে গিয়ে পেয়েছি ‘বনবিবি জহুরানামা’র সন্ধান।
সুন্দরবন, তার জলের শব্দ, বনের ডাক, স্থানীয় মানুষের ভাষার টান, মাঝরাতে নির্জন জ্যোৎস্নায় আলোর প্রতিসরণ, বিস্তীর্ণ লোনা জল-কাদায় মাছ ধরার উৎসব অথবা বনের ভেতর লুকিয়ে থাকা এক ভাঙা থানে বনবিবির কাছে গরিব বনজীবীর মানতের বিশ্বাসের কথা নিয়ে এ বই।
আমাদের দেশেই, এই সুন্দরবনে এসব আশ্চর্য মানুষ আছে। আছে তাদের অকল্পনীয়, অবর্ণনীয় জীবন সংগ্রাম। আমরা জানি, জেনেও চুপ করে থাকি।"বনের মানুষ, মানুষের বন" জাতীয় বই আমাকে প্রচুর পীড়া দ্যায়। এভাবেই চলে আসছে অথচ কেউ তাদের নিয়ে ভাবছে না, মনে হয় তাদের কোনো অস্তিত্বই নেই। একটা রাষ্ট্র কীভাবে তার জনগণের কথা এভাবে নির্বিকারে ভুলে থাকতে পারে তা আমার মাথায় আসে না।
সুন্দরবন নিয়ে লেখা যেকোন বইয়ের প্রতিই আমার আগ্রহ থাকে। তাছাড়া এই বইয়ের নাম দেখেও আগ্রহের মাত্রা আরেকটু বেড়ে গেলো। বইটার প্রথম অংশ ব্যক্তিকেন্দ্রিক আর দ্বিতীয় অংশ বিষয়কেন্দ্রিক। তবে এই দুই অংশেই উঠে এসেছে সুন্দরবন ও তার উপর ভিত্তি করে চলা জনপদের বিভিন্ন দিক। লেখকের লেখা খুবই প্রাণবন্ত।
সুন্দরবন, তার জলের শব্দ, বনের ডাক, স্থানীয় মানুষের ভাষার টান, মাঝরাতে নির্জন জ্যোৎস্নায় আলোর প্রতিসরণ, বিস্তীর্ণ লোনা জল-কাদায় মাছ ধরার উৎসব অথবা বনের ভেতর লুকিয়ে থাকা এক ভাঙা থানে বনবিবির কাছে গরিব বনজীবীর মানতের বিশ্বাসের কথা নিয়ে এ বই।
সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি বই পড়ে শেষ করলাম। সুন্দরবন নিয়ে আগে কখনো এভাবে ভেবে দেখি নি। সুন্দরবনে রয়েছে সুন্দর মনের মানুষের বসবাস। তাদের কাছ থেকে শেখা দরকার কিভাবে ভালো মানুষ হতে হবে! বেঁচে থাকার জন্য কিভাবে সুন্দরবনের মানুষ প্রতিনিয়ত লড়াই করছে তা ধারণা ছিল না। বইটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি।
যদি সুন্দরবন সম্পর্কে জানতে চান সেখানের মানুষ সম্পর্কে জানতে চান তাহলে বইটি আপনার জন্য।