Jump to ratings and reviews
Rate this book

এক হাজার ছয় শ' আঠারো নম্বর শহর

Rate this book
'কালের যাত্রার ধ্বনি' এমনই যা সাহিত্যে ছাপ ফেলতে বাধ্য। দীপেন ভট্টাচার্যের এই নতুন রচনা সংকলনের গল্প ও কবিতাগুলি তাই কিছুটা ডিস্টোপিয়ান। অনেক সময়ই সেগুলো স্থান-কালকে নির্দিষ্ট করে না, তবুও পাঠককে তাঁর স্থান-কালে উপবিষ্ট করায়। ছটি গল্প ও ছটি কবিতার কৌতূহলোদ্দীপক সংমিশ্রণে দেশ-বিদেশের সামাজিক, কারিগরী ও রাজনৈতিক দৃশ্যপট বদলের প্রেক্ষিতে এই উপস্থাপনা খুবই কার্যকরী। বাস্তব, পরাবাস্তব ও কল্পবিজ্ঞানের কাঠামোয় গড়া এই বইটির এক ডজন গল্প ও কবিতা আমাদের এক ক্রান্তিলগ্নের দিনলিপি, সেগুলো আমাদেরকে এক সময়োত্তীর্ণ বোধে আচ্ছন্ন করবে।

87 pages, Hardcover

First published February 1, 2025

10 people want to read

About the author

Dipen Bhattacharya

20 books45 followers
দীপেন (দেবদর্শী) ভট্টাচার্য (Dipen Bhattacharya) জ্যোতির্বিদ, অধ্যাপক ও লেখক। জন্ম ১৯৫৯ সালে। আদি নিবাস এলেঙ্গা, টাঙ্গাইল। ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল, নটরডেম কলেজ ও ঢাকা কলেজে পড়াশুনা করেছেন।

মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ার থেকে জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যারিল্যান্ড-এ নাসার (NASA) গডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটের গবেষক ছিলেন। পরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ক্যাম্পাসে (ইউসিআর) গামা রশ্মি জ্যোতি জ্যোতিঃপদার্থবিদ হিসেবে যোগ দেন। মহাশূন্য থেকে আসা গামা-রশ্মি পর্যবেক্ষণের জন্য পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বায়ুমণ্ডলের ওপরে বেলুনবাহিত দূরবীন ওঠানোর অভিযানসমূহে যুক্ত ছিলেন। বর্তমানে পদার্থবিদ্যায় গবেষণা করছেন ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কমিউনিটি কলেজে; এছাড়া পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিজ্ঞানে অধ্যাপনা করছেন ক্যালিফোর্নিয়ার মোরেনো ভ্যালি কলেজে।
১৯৭৫ সালে তিনি বন্ধুদের সহযোগিতায় ‘অনুসন্ধিৎসু চক্র’ নামে একটি বিজ্ঞান সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০০৬-২০০৭ সালে ফুলব্রাইট ফেলো হয়ে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। বাংলাদেশে বিজ্ঞান আন্দোলন ও পরিবেশ সচেতনতার প্রসারে যুক্ত।

পত্রপত্রিকায় বিজ্ঞান বিষয়ক লেখা ছাড়াও বাংলা ভাষায় তাঁর বিজ্ঞান-কল্পকাহিনিভিত্তিক ভিন্ন স্বাদের বেশ কয়েকটি ফিকশন বই প্রকাশিত হয়েছে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (10%)
3 stars
8 (80%)
2 stars
1 (10%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for মোহতাসিম সিফাত.
180 reviews51 followers
May 12, 2025
১.৬১৮ - গোল্ডেন রেশিও/ সোনালী অনুপাত। এক পরিব্রাজক পৃথিবীর ১৬১৭ টা শহর ভ্রমণ করেন। তার পাসপোর্টে শুধু শেষ এই একটি শহরের সিলমোহর বাকি আছে। কিন্তু নিষিদ্ধ সেই শহরে কি আছে?

এরকম গল্পের সাথে আমরা আরো পাই হেমিংওয়ের সাথে জীবনানন্দের ক্রসওভার। দুটো গল্পে দেখি চব্বিশের গণ অভ্যুত্থান এর ছাপ, একটা ডিস্টোপিয়ান ঘরানার, আরেকটা খানিকটা একাকীত্বের।

দীপেন ভট্টাচার্যের অমল চরিত্রটি আবার ছোট আঙ্গিকে ফেরত এসেছে বিচ্ছিন্ন কিছু গল্পের মাঝে। সাথে তাঁর ক্লাসিক সাই-ফাই ভেলকিও আছে।

ছয়টা গল্পের সাথে ছয়টা কবিতাও আছে। আদতে কবিতাগুলো ভালোমতো বুঝতে পারিনি। কিন্তু গল্প আর কবিতার ক্রমিক বিন্যাসের মাঝে একটা অদ্ভূত ধারাবাহিকতা বা ভাবের উত্তরাধিকার দেখতে পেয়েছি, যেটা আশ্চর্য লেগেছে।

উনার সেরা লেখাগুলো পড়ে ফেলেছি, তাই এটা একটু মলিন লাগলো; কিন্তু এটা চল্লিশ মিনিটে পড়ে ফেলবার মতো ঝটপট একটা ছোট্ট সুন্দর বই।
Profile Image for Adham Alif.
335 reviews80 followers
February 23, 2025
ছয়টি গল্পের সাথে ছয়টি কবিতার ডিস্টোপিয়ান সংকলন। তবে দুটো গল্প বাদে বাকিগুলোকে আমার পুরোপুরি ডিস্টোপিয়ান মনে হয়নি। না হওয়াতে যে খারাপ লেগেছে তা নয়। দীপেন ভট্টাচার্য বরাবরের মতোই উপভোগ্য। গল্পগুলোর কনসেপ্ট বেশ তবে সমাপ্তিগুলো আরো ভালো হতে পারত। কবিতাগুলোও খুব একটা টানেনি।

1.61803... সংখ্যাটা Golden ratio নামে পরিচিত। সম্ভবত পাই এর পর সবচেয়ে আকর্ষণীয় সংখ্যা৷ বইয়ের নামও এর থেকেই নেয়া। সংখ্যা নিয়ে কিছু আগ্রহ থাকায় নামটা প্রথমেই নজর কাড়ল।

(প্রথম গল্পে হেমিংওয়ের সাথে জীবনানন্দের ব্লেন্ড বিশেষ করে মনে থাকবে)
Profile Image for Fareya Rafiq.
75 reviews1 follower
February 28, 2025
'দীপেন ভট্টচার্যের লিখা ভালো' এমন মন্তব্য এক সিনিয়রের কাছ থেকে পেয়েই বইটা পড়া শুরু করেছিলাম। চ'খানা ছোটগল্প ও ছ'খানা কবিতা নিয়ে বইটা সাজানো হয়েছে। শুরুতেই বলা ছিল গল্পগুলো ডিস্টোপিয়ান ধাঁচের। তবে শেষের গল্প তিনটি আমার ডিস্টোপিয়ান বলে মনে হয়নি।
ডিস্টোপিয়ান হোক বা না-হোক, লেখকের লেখনী বেশ সাবলীল। পড়ে আরাম পাওয়া গিয়েছে। তবে মনে হয়েছে গল্পগুলো সম্ভাবনাময় ছিল। লেখক চাইলেই সেগুলোকে আরেকটু পরিণত করতে পারতো। তবে ছোটগল্প হিসেবেও গল্পগুলো নেহাত মন্দ হয়নি।
কিন্তু কবিতা বুঝার ক্ষমতা খুব একটা নেই বলেই কি না , কবিতাগুলো একটুও বুঝতে পারি নি।
কবিতাটুকু বাদ দিয়ে পুরো বইটাকে অনায়াসে ৩/৫ রেটিং দেয়া যায়।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.