১.৬১৮ - গোল্ডেন রেশিও/ সোনালী অনুপাত। এক পরিব্রাজক পৃথিবীর ১৬১৭ টা শহর ভ্রমণ করেন। তার পাসপোর্টে শুধু শেষ এই একটি শহরের সিলমোহর বাকি আছে। কিন্তু নিষিদ্ধ সেই শহরে কি আছে?
এরকম গল্পের সাথে আমরা আরো পাই হেমিংওয়ের সাথে জীবনানন্দের ক্রসওভার। দুটো গল্পে দেখি চব্বিশের গণ অভ্যুত্থান এর ছাপ, একটা ডিস্টোপিয়ান ঘরানার, আরেকটা খানিকটা একাকীত্বের।
দীপেন ভট্টাচার্যের অমল চরিত্রটি আবার ছোট আঙ্গিকে ফেরত এসেছে বিচ্ছিন্ন কিছু গল্পের মাঝে। সাথে তাঁর ক্লাসিক সাই-ফাই ভেলকিও আছে।
ছয়টা গল্পের সাথে ছয়টা কবিতাও আছে। আদতে কবিতাগুলো ভালোমতো বুঝতে পারিনি। কিন্তু গল্প আর কবিতার ক্রমিক বিন্যাসের মাঝে একটা অদ্ভূত ধারাবাহিকতা বা ভাবের উত্তরাধিকার দেখতে পেয়েছি, যেটা আশ্চর্য লেগেছে।
উনার সেরা লেখাগুলো পড়ে ফেলেছি, তাই এটা একটু মলিন লাগলো; কিন্তু এটা চল্লিশ মিনিটে পড়ে ফেলবার মতো ঝটপট একটা ছোট্ট সুন্দর বই।