What do you think?
Rate this book


88 pages, Hardcover
First published January 1, 1982
"সমরজিতের বয়স ৪০ ছুঁইছুঁই৷ তার তামাটে মুখে প্রথমে চোখে পড়ে উঁচু ও তীক্ষ্ণ নাক এবং পিচ-ওঠা সুকলাল দাস লেনের মতো ঠাসবুননী ব্রণের দাগ এবড়োখেবড়ো নাকের উপত্যকা৷ তারপর আস্তে আস্তে ফুটে ওঠে তার বড়ো বড়ো চোখের গভীরে কোটর৷ নাকের ছায়ায় ঠোঁটের ঢেউ বোঝা যায় না; ঠোঁটের ওপর কাঁচা-পাকা গোঁফ বটবৃক্ষের নিচে ঝোপের মতো, বিনয়ে নুয়ে থাকে "৷
‘'এমুন চিল্লাচিল্লি কর ক্যালায়? গোলজারে কি করছে? পোলায় আমার জোয়ান মরদ না একখান? তুমি বুইড়া মড়াটা, হান্দাইয়া গেছো কব্বরের মইদ্যে, জুয়ান মরদের কাম তুমি ভি বুঝবা ক্যামনে?’'
