নীরা একজন লেখককে আবিষ্কার করতে গিয়েছিল। ইচ্ছে ছিল খুব দামি একটি প্রশ্নের উত্তর বের করে আনবে। প্রশ্নটি হলো লেখকের জাদুকরী আকর্ষণী ক্ষমতার উৎস কোথায়? কোন মোহে লক্ষ লক্ষ পাঠক তাঁর বই পড়েন? এটি করতে গিয়ে উন্মোচিত হয় একটি সম্পূর্ণ নতুন অধ্যায়। যেখানে কিছু ডানা ভাঙা পাখি কাঁদে। সে কান্না বাতাসে শিসের মতো ভেসে বেড়ায়। নীরা বুঝতে পারছে, আর না এগোনোই ভালো। কারণ আরেক পা এগোনো মানে আরেকটি নতুন ডানা ভাঙা পাখির গল্পের মুখোমুখি হওয়া। কিন্তু থামা সম্ভব হচ্ছে না, কারণ এমন একটি জালে সে আটকে গেছে, যেটি সে নিজেই তৈরি করেছে। তবে কি নীরাই পরবর্তী ডানা ভাঙা পাখি?
দেশের সেরা লেখক সাব্বির আহমেদ। তার বই এক লাখের বেশি বিক্রি হয়, তিনি এডভান্স হিসেবে ১০ লক্ষ টাকা নেন এবং ২০২৮ সাল থেকে বইপ্রতি ২৫ লক্ষ টাকা নেয়ার পরিকল্পনা করেন। এমনকি এক পর্যায়ে বুকার প্রাইভ গিভিং সেরেমনিতে তাকে বক্তৃতা দেয়ার জন্য আহবান করা হয়। তিনি একাকীত্বে ভোগেন এবং আশেপাশের সবার সাথে খারাপ করেন।
বইয়ের শুরু থেকে একটা ব্যাপারে নিশ্চিত থাকলেও মনে মনে চাইছিলাম এমনটা যাতে না ঘটে। শেষপর্যন্ত তাই ঘটল; লেখকের জীবন নিয়ে পিএইচডি করতে আসা নীরা তার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করল। যদিও উপন্যাসের মূল বিষয় এই পরিণতিকে কেন্দ্র করে সেট করা হয়েছে, তবু বিরক্ত হলাম।
This entire review has been hidden because of spoilers.