কে খুন করেছিল কাপাস ক্ষেতের মালিক হিল্টন সাহেবকে? কে মাঝরাতে কামান দাগত গ্রামে, আর কেন? বদ্ধ ঘরে কী ভাবে খুন করা হয় ধানকলের মালিক জহরচাঁদকে? কেন দশ বছর আগে গোঁসাইপুকুরে ফুটে থাকা খুদে খুদে চাঁদমালা ফুলের স্মৃতি আজও ফিরে ফিরে আসে তিনকড়ি পালের মনে? আর বেড়ালগুলোই বা কেন একে একে রাতেরবেলা বাদাড়ে ঢোকে? সত্যিই কি সেখানে দেখা যায় ষষ্ঠী ঠাকুরকে, বিশাল ঘুমন্ত বেড়ালের পিঠে বসে? গোয়েন্দা কাহিনীর আদলে লেখা হলেও ‘ভুসোকালির নকশা’ আসলে এক হারিয়ে যাওয়া সময়ের পাঁচালি। গ্রাম্য জীবনের খুঁটিনাটির সঙ্গে বাংলার প্রকৃতি ও লোকবিশ্বাস মিলেমিশে এই আখ্যান।
একটা অসাধারণ উপন্যাস ভুসোকালির নকশা। গ্রামীণ জীবনের মায়াময় বর্ণনা, অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিয়েছে আর এর ফাঁকেই একটা অনবদ্য থ্রিলারের জাল বুনেছেন লেখক। অবশ্যপাঠ্য এই সুখপাঠ্য উপন্যাস। লেখকের থেকে আরও অনেক লেখা আশা করছি।