ভ্যান গগ যে রিভলভার দিয়ে আত্মহত্যা করেছিলেন সেই রিভলভার নিয়ে আলোচনা কখনো কখনো তার চিত্রকর্মকে ছাড়িয়ে যায়। ১৩৪ বছর পর রিভলভারটি হাতে পান বাংলাদেশের অ্যান্টিক ব্যবসায়ী মুহিবুল হক তালুকদার। তিনদিনের মধ্যে চুরি হয়ে যায় সেই রিভলভার। একই সঙ্গে খুন হন মুহিবুল হক তালুকদার। খুনের তদন্ত শুরু করেন এসআই রাব্বি। কোথায় যেন খটকা লাগে মিজাইল করিমের। ভেতরে ভেতরে তিনিও তদন্ত শুরু করেন। একের পর এক বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য।