Jump to ratings and reviews
Rate this book

মৃত্যু বিসর্পিল: দ্য ড্যাটলভ মিস্ট্রি

Rate this book
An Investigation into the Mystery Surrounding the Dyatlov Incident

144 pages, Hardcover

First published January 28, 2025

19 people want to read

About the author

Piya Sarkar

12 books19 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (57%)
4 stars
1 (14%)
3 stars
2 (28%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Riju Ganguly.
Author 38 books1,867 followers
March 7, 2025
১৯৫৯ সালের ১লা ফেব্রুয়ারির রাত। ইগর ডাটলভের নেতৃত্বাধীন ন'জন হাইকার— যাদের মধ্যে দলনেতা-সহ আটজন নিতান্তই তরুণ-তরূণী— উরাল পাহাড়ের মাউন্ট ওটারটেন থেকে কিছুটা দূরে, খোলাত-সিয়াকাল এলাকায় তাঁবু খাটাল। ততদিন অবধি তাদের অভিযান কেটেছিল নির্বিঘ্নে। তাঁবুর ভেতরেও সবাই ঝাড়া হাত-পা হয়ে বসেছিল। তারপর...
কী ঘটেছিল তারপর?
এ-প্রশ্নের সর্বসম্মত উত্তর আজও পাওয়া যায়নি। শুধু নিশ্চিতভাবে পাওয়া গেছিল ন'টি মৃতদেহ— তাঁবু থেকে অনেক দূরে-দূরে, নানা অবস্থায়।
ব্যাপারটা দুনিয়া-কাঁপানো কোল্ড কেসগুলোর মধ্যে ঢুকে পড়ে, কারণ মৃতদেহগুলো যে ধরনের নানা বিকৃতি ও আঘাতের শিকার হয়েছিল তা প্রায় অভাবনীয়। সেগুলোর ব্যাখ্যা দিতে হিমসিম খেয়েছিল তৎকালীন সোভিয়েত প্রশাসন৷ এমনকি ২০১৯ সালে রাশিয়ান সরকার নতুন করে অনুসন্ধান চালিয়ে তার যে ব্যাখ্যা দিয়েছিল, তা প্রায় কাউকে সন্তুষ্ট করতে পারেনি।
ঠিক কী হয়েছিল সেই রাতে ওই হাইকারদের সঙ্গে?
বাংলায় এই ঘটনাটির উল্লেখ কয়েকটি বইয়ে পেলেও শুধুমাত্র এই কেসের অনুসন্ধান নিয়েই একটি আস্ত বই এই প্রথম পাওয়া গেল। লিখলেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখকদের একজন।
কেমন লাগল বইটা?
প্রথমত, গতে-বাঁধা নন-ফিকশন বইয়ের মতো প্রস্তাবনা, পদ্ধতি বর্ণনা, তথ্যাবলি, সিদ্ধান্ত, শেষে পাঠনির্দেশ— এইভাবে বইটাকে আদৌ সাজানো হয়নি। বরং অসরলরৈখিক আকারে, কোনো রহস্যকাহিনির মতো করে এক অনুসন্ধানী দলের চোখে ঘটনার ক্রমশ উন্মোচন দিয়ে শুরু হয়েছে এই বই।
দ্বিতীয়ত, প্রত্যেক অভিযাত্রীর সংক্ষিপ্ত অথচ বর্ণাঢ্য পরিচিতি দিয়ে লেখক আমাদের মনে তাদের প্রতি আন্তরিক সহানুভূতি ও তাদের পরিণতি নিয়ে কৌতূহলের পাশাপাশি দুঃখও জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। ফলে বইটা শুধুমাত্র ঘটনাটির 'পোস্ট-মর্টেম' বিশ্লেষণ হয়েই থাকেনি। সেটিকে কেন্দ্র করে তৈরি হওয়া হতাশা, ক্ষোভ এবং বিস্ময়ের ছবিটিও তিনি যথাযথভাবে তুলে ধরতে পেরেছেন।
তৃতীয়ত, প্রচুর ছবি ও চার্টের সাহায্যে এই বইয়ে ঘটনাটির সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে প্রস্তাবিত প্রতিটি তত্ত্বকে বিশ্লেষণ করা হয়েছে। ছবিগুলো আরও বড়ো ও স্পষ্ট হলে হয়তো ভালো হত। কিন্তু বইটির ক্রাউন সাইজের কথা মাথায় রেখেই হয়তো সেগুলোকে এভাবেই উপস্থাপন করা হয়েছে। তবে তাতেও, তত্ত্বগুলোর বক্তব্য এবং তাদের সীমাবদ্ধতা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন লেখক।
চতুর্থত, লেখক কোনো খলনায়ক (বা খল সংগঠন/রাষ্ট্র)-কে নন্দ ঘোষ বানিয়ে সব দায় তার ওপর চাপাননি। বরং সব তত্ত্ব নিয়ে আলোচনা করে নিজের ধারণাটিকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার পাশাপাশি সেটির বিপক্ষে কয়েকটি যুক্তিও দিয়েছেন তিনি। এই ধরনের নিরপেক্ষ আলোচনা যেমন প্রশংসনীয়, তেমনই বিরল।
সব মিলিয়ে বলব, এ এক অসাধারণ বই। স্থানে-স্থানে এর বর্ণনা এমনই শ্বাসরুদ্ধকর যে সেই অংশগুলো পড়ার সময় ঘরে হওয়া টুকরো শব্দও রীতিমতো চমকে দিয়েছে আমাকে। তারই পাশাপাশি এ বই দেখিয়েছে, প্রকৃতির বুকে আজও কত রহস্য, কত বিপদ লুকিয়ে রয়েছে হয়তো কল্পনারও অতীত, অথচ ঘোর বাস্তবিক সম্ভাবনা হয়ে।
সাড়ে ছয় দশক আগের কয়েকটি মৃত্যুর তদন্তই শুধু নয়; এই বই সত্যান্বেষণের এক চমৎকার নিদর্শন— যেমনটি আমরা পড়তে চাই, কিন্তু বিশেষ পাই না।
সুযোগ পেলে অতি অবশ্যই বইটি পড়ুন। আপনাদের অনুগ্রহ পেলে হয়তো লেখক ও প্রকাশকের জুটি আমাদের আরও কিছু সত্যানুসন্ধান এভাবেই পরিবেশন করবেন। তেমন কিছুর আশাতেই রইলাম।
Profile Image for Anjan Das.
417 reviews17 followers
December 15, 2025
অ সা ধা র ন!এত তথ্য উপাত্ত বিশ্লেষণ নির্ভর নন ফিকশন বই কি আগে পড়েছি?মনে হয় না।সাধারণত এসব বইয়ে এক ধারায় গোজামিল দেওয়া অবস্থায় নানান তথ্য ভরপুর থাকে।একটা সময় আগ্রহ জন্মালেও শেষে গিয়ে আগ্রহের ভাটা পড়ে।কিন্তু এই বইয়ে এত সুন্দর করে লেখিকা প্রতিটি তথ্য, প্রতিটি বিশ্লেষণ যেভাবে বর্ণনা করেছে তা অভূতপূর্ব।প্রায় ৬৬ বছর আগে ঘটে যাওয়া একটা কোল্ড কেসের সব বিশ্লেষণ নির্ভর থিউরি পড়ার পর নিজের অজান্তেই শিউরে উঠেছি।
হ্যাটস অফ টু লেখিকা।
Profile Image for Rajat Sanyal.
43 reviews6 followers
May 3, 2025
📖 বইয়ের নাম: মৃত্যু বিসর্পিল: দ্যা ড্যাটলভ মিস্ট্রি
✍️ লেখক: পিয়া সরকার
🖋️ প্রকাশক: বেঙ্গল ট্রয়িকা পাবলিকেশন
📃 পৃষ্ঠা সংখ্যা: ১৪৩
💵 মূল্য: ₹২৬০

সদ্য পড়ে শেষ করলাম পিয়া সরকারের লেখা রহস্যভিত্তিক নাতিদীর্ঘ উপন্যাস “মৃত্যু বিসর্পিল”, যা একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে রচিত। ১৯৫৯ সালে ইগর ড্যাটলভের নেতৃত্বে দশজন অভিযাত্রী রাশিয়ার উরাল পর্বতমালার এক দুর্গম অংশ — খোলাত সিয়াখেল — অভিযানে গিয়েছিলেন। সেই অভিযানের পর তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়, এবং আজও এই ঘটনা রহস্যাবৃত। লেখিকা এই ঘটনাকেই কেন্দ্র করে নির্মাণ করেছেন একটি চিত্তাকর্ষক কাহিনি, যা পাঠককে নিয়ে যায় সেই ঠান্ডা, ভয়ংকর পাহাড়ি পরিবেশে।

পছন্দের দিকগুলো:

লেখিকার গদ্যশৈলী খুবই সাবলীল ও প্রাণবন্ত। মনে হয় যেন কোনো আড্ডার আসরে বসে সরাসরি তার মুখে গল্পটি শুনছেন।

ঘটনাপ্রবাহ পাঠককে টেনে নিয়ে যায় শেষ পৃষ্ঠার দিকে।

বইটিতে বেশ কিছু ছবি ও চিত্রায়ন রয়েছে, যা পাঠের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।

এই বইটি নিঃসন্দেহে পাঠকের কৌতূহল বাড়াবে এবং ড্যাটলভ পাস রহস্য নিয়ে আরও জানতে আগ্রহী করে তুলবে।

প্রকাশনা সংক্রান্ত মন্তব্য:

বইটি হার্ডকভার এবং কাগজের মান বেশ ভালো।

হরফ কিছুটা ছোট, তবে পড়তে অসুবিধা হয় না।

কোনো মুদ্রণপ্রমাদ চোখে পড়েনি।

উন্নতির সুযোগ:

ছবির মান আরও ভালো হতে পারত।

কিছু অংশে আলোচনাটি আরও বিশ্লেষণধর্মী হলে ভালো লাগত।


সার্বিক মূল্যায়ন:

এই বইটি রহস্য, অনুসন্ধান এবং বাস্তব ঘটনার পুনর্গঠন ভালোবাসেন এমন পাঠকদের অবশ্যই পড়া উচিত।


রেটিং: ★★★★☆ (৩.৫/৫)
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.