জুলাই গণ-অভ্যুত্থানের সূচনালগ্ন থেকেই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটি স্বৈরাচারী ও এককেন্দ্রিক সরকারের প্রবল নিষ্পেষণের দিনে কোটা আন্দোলনকে যাঁরা সরকার পতনের এক দফা আন্দোলনের দিকে নিয়ে যান, তিনি তাঁদের একজন। দ্রুত পরিবর্তিত এবং অনিশ্চিত সেই সময়ে ঝুঁকি নিয়ে তিনি তাঁর সহযোগীদের সঙ্গে নানা পরিকল্পনা করেছেন, সেসব বাস্তবায়ন করেছেন এবং জনতাকে সম্পৃক্ত করে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছেন। এ বই তাঁর সেই আন্দোলনকালের স্মৃতিকথা। তাঁর অভিজ্ঞতার মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বহু জানা-অজানা তথ্য বিশদভাবে পাঠকের সামনে এল। জুলাই গণ-অভ্যুত্থানের চর্চায় এটি এক অনিবার্য বই।
বইটি সুলিখিত ডাইরীর ঢঙ্গে লেখা। ব্যক্তি আসিফ মাহমুদ কি করেছেন তার ই বর্নণা। চট্রগাম, রংপুর, খুলনাতে কি হয়েছে তার কিছুই নেই। আমি অন্তত জানতে চেয়েছিলাম আবু সাঈদ হত্যার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি করেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ তারিখ কি হয়েছে? বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলুতে কিভাবে সম্বন্বয় হয়েছে