পুরুলিয়ার ছোট্টো রাজ্য মহুলকোট। সেখানকার যুবরাজ একদিন সকালে বাগানে ঘুরছিলেন। হঠাৎই অলক্ষ্য থেকে তির ছুড়ে তাঁকে কেউ হত্যা করে। কিন্তু কেন? এতে কে লাভবান হবে? তাঁর ভাইদের অনেকেরই দৃষ্টি ছিল সিংহাসনের দিকে। তাদেরই কেউ কী এর সঙ্গে জড়িত নাকি এটা নিছক দুর্ঘটনা? তঁার ছেলে মনিশঙ্কর যুবরাজ হিসেবে অভিসিক্ত হল। কিন্তু তার পরদিন থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। তাহলে সিংহাসন শেষ অবধি কে পাবে?
এদিকে ওখান থেকে দূরে অযোধ্যা পাহাড়ে নাকি পূর্ণিমার রাতে এখনও পরি নামে। কেউ দৈবাৎ সেখানে গিয়ে পড়লে বিপদ। কলকাতা থেকে পঁাচ বন্ধু অযোধ্যা পাহাড়ে শিকার উৎসব দেখতে গিয়েছে। সেখানে সন্ধেবেলা ঘুরতে ঘুরতে তারা জঙ্গলের মধ্যে পথ হারায়। শেষ অবধি তারা সকলেই কি ফিরে আসতে পেরেছিল?
আর এসব থেকে অনেক দূরে কাকদ্বীপের এক আশ্রম থেকে এক দিন এক রহস্যময় আমন্ত্রণপত্র এসে পৌঁছোয় লেখকের কাছে। সেই আমন্ত্রণপত্র ধরে তিনি বেরিয়ে পড়েন এক আশ্রমের খোঁজে। তারপরে কী ঘটে?
সৌমিত্র বিশ্বাস-এর জন্ম ১৯৬৫ কলকাতায়। শিক্ষা নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলে। পরে সেন্ট জেভিয়ার্স কলেজের অর্থনীতির ছাত্র। অর্থনীতিতে স্নাতকোত্তর পাঠ শেষে রাজ্য সরকারের আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। বাংলার অধ্যাপিকা মৈত্রেয়ী সরকারের অনুপ্রেরণায় আরও মনোযোগী হয়ে ওঠেন সাহিত্যে। দেশ পত্রিকা আয়োজিত রহস্য গল্প প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে তাঁর ‘মুখোশ’ গল্পটি। দ্বিতীয় গল্প ‘নাস্তিক’ও প্রশংসিত। প্রথম উপন্যাস ‘হেরুক’। আবাল্য সত্য সাইবাবার শিক্ষায় অনুপ্রাণিত মানুষটি ভালবাসেন আড়ম্বরহীন, সৎ জীবনযাপন আর সমাজসেবা। বই ও বন্ধুদের সঙ্গে মননশীল আড্ডায় সমান উৎসাহী।
#বইতরণী বই: তখন কুয়াশা 📖 লেখক: সৌমিত্র বিশ্বাস ✍️ প্রকাশক: 📚 Book Farm মুদ্রিত মূল্য: ৩৪৯ টাকা 💵
পড়ে শেষ করলাম বইটা। বেশ লাগলো! 😊কারণ গল্পগুলো এমনভাবে লেখা যেনো মনে হচ্ছে আমাকে টেনে নিয়ে যাচ্ছে । যে কুয়াশার মায়াজালে 🌫️ গল্পের main character আটকে আছে, সেখানে তার সাথে আছি আমিও! আমিও যেন তার সাথেই কুয়াশা ভেদ করে আসতে আসতে বেরিয়ে আসছি এই ব্যাপারটা দারুণ লাগলো! তাই কোনো গল্প একবার শুরু করে শেষ না করে শান্তি পাচ্ছিলাম না ।
📌 এই বইতে মূলত তিনটে গল্প আছে—
1️⃣ বজ্রগিরি ⚡ একটু অলৌকিক গল্প 👻। লেখক এমনভাবে লিখেছেন যে গোটা গল্পে উত্তেজনা অটুট রয়েছে! Protagonist–এর মনে যা যা প্রশ্ন, সেগুলো আমারও জানতে ইচ্ছা করছে । গল্পটা এত সুন্দর করে লেখা যে আমি ভীষণভাবে অপেক্ষা করছিলাম গল্পের ক্লাইম্যাক্সের জন্য ⏳। শেষটাও বেশ ভালো! ✅
2️⃣ চন্দ্রকুহেলি 🌙 পুরুলিয়ার উপর ভিত্তি করে লেখা একটা অলৌকিক গল্প! সেই এক টানটান উত্তেজনা মাখানো গল্প ! উত্তেজনা মানে এরকম না যে গায়ের লোম খাড়া হয়ে যাবে, বরং মনের কোণে এমন একটা প্রশ্নের সৃষ্টি করবে যে গল্প না পড়ে থেমে থাকা যাবে না! আরও একটা দারুণ ব্যাপার হলো যে এখানে দুটো আলাদা আলাদা গল্প পাশাপাশি প্যারালাল ভাবে চলেছে! ⚖️ সেগুলো মিশেছে শেষে গিয়ে! লেখক শেষে জানিয়েছেন যে একটা সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বাকি গল্পটা কিছুটা বানিয়ে লেখা! এটা পড়ার পরে তো রীতিমতো ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছিলাম!
3️⃣ মহুলকোটের রাজকহিনী 👑 এটা কোনো অলৌকিক গল্প না! বরং একটা historical fiction এখানে ফুটে উঠেছে এক বৃদ্ধ রাজা, আর তার পরে তার সিংহাসন দখল করার জন্য পরের বংশধরদের মধ্যে রেষারেষি এমনকি খুনোখুনির গল্প! ⚔️ সিংহাসনের লোভ কিভাবে একটা পরিবারকে ভেঙে চুরমার করে দেয় সেটা ফুটে উঠেছে এই গল্পে! আমার যেহেতু ঐতিহাসিক গল্প ভালো লাগে, তাই আমার এই গল্পটা সবথেকে বেশি ভালো লেগেছে! আর তাই লেখক আর প্রকাশককে প্রশ্ন—এই গল্পটা তো আরো কিছুটা বাকি আছে মনে হলো, সেটা কি পরে কখনও আসবে?
✨ শেষ কথা
Book Farm-এর দারুণ making! আর এটা অবশ্য Book Farm-এর যেকোনো বইয়ের জন্যই সত্যি! খালি মনে হলো যদি আরো কিছু ছবি থাকতো লেখার সাথে! তবে আমার এই লোভ শেষ হবার নয়!