Jump to ratings and reviews
Rate this book

পৌরাণিক পঞ্চবিংশতি

Rate this book
পৌরাণিক কথা-কাহিনির আকর্ষণ চিরায়ত। শুধু গল্প নয়, এইসব কথামালার পরতে পরতে আছে অখণ্ড ভারতবর্ষের ধূসর ইতিহাস। ইতিবৃত্তসমূহে লগ্ন হয়ে আছে প্রবহমান মানবজীবনের স্পন্দন ও বন্ধন। সুদূর অতীত এবং চলমান বর্তমানের এই সংযোগ পাঠককে বিস্মিত করে। একথা স্বীকার করতেই হবে, মহাভারত ও পুরাণের বহুবর্ণ কাহিনি নির্মাণে এখনকার জীবনচিত্র দুষ্প্রাপ্য নয়। প্রাচীন সাহিত্যের পুনঃপাঠ এখানেই সার্থক। একই সঙ্গে, মানুষের মর্মবীণার নিরবচ্ছিন্ন সুরঝঙ্কারের নিবিড় অনুসন্ধান, এই কাহিনিগুলির পুনর্নির্মাণের লক্ষ্য। এই গ্রন্থে যে-সমস্ত মহাভারতীয় এবং পৌরাণিক আখ্যান গৃহীত হয়েছে, তাদের প্রাচীন মুকুরে কোনও-না-কোনওভাবে আধুনিক জীবন প্রতিবিম্বিত। কোথাও তা ইঙ্গিতে-আভাসে চিত্রায়িত, কোথাও-বা বিস্ময়করভাবে সুস্পষ্ট। অতিশক্তিশালী পুরুষশাসিত সমাজে, তৎকালীন নারীরা যেভাবে আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে বিজয়িনী হয়েছে, তা সবিশেষ উল্লেখযোগ্য। নারীকে মান্যতা প্রদানে, সম্মানজ্ঞাপনে পুরুষ বাধ্য হয়েছে। অবমাননার ঘূর্ণি থেকে উত্থিত হয়েছে নতুন নারীসমাজ। মূলপাঠ অবলম্বনে পঁচিশটি কথামালার এই পরিবেশন এক আন্তরিক প্রচেষ্টা। আমাদের অন্তর, মনন ও প্রজ্ঞার প্রসারতা স্রোতধারার মতো বাধাহীন। অতীত থেকে অনাগত ভবিষ্যতের দিকে তা এগিয়ে চলেছে।

মহাকাব্য ও পুরাণসাহিত্যের পাঠক সেই যাত্রাপথের সঙ্গী।

352 pages, Hardcover

About the author

Harsha Dutta

36 books4 followers
হর্ষ দত্তর জন্ম ১৯৫৫, কলকাতায়। পড়াশোনা করেছেন বঙ্গবাসী কলেজ-স্কুল, রহড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। অধ্যাপনা বৃত্তির সঙ্গে নিযুক্ত থাকবেন- এই লক্ষ্যে সাধ্যমতো পরীক্ষায় ভাল ফলাফলের চেষ্টা করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণির এম.এ এবং এম.ফিল।অধ্যাপনার সুযোগ পেলেও, আশির দশকে রাজনীতি-অধ্যুষিত শিক্ষা ব্যবস্থার প্রবল প্রকোপে, এই পথে যেতে পারেননি। গ্রহণ করেছিলেন সাংবাদিকতার বৃত্তি।রামকৃষ্ণ-ভাবান্দোলনের সঙ্গে যুক্ত আছেন আবাল্য। অস্ট্রেলিয়া, চিন, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, হংকং ইত্যাদি দেশে সাহিত্যসংক্রান্ত আমন্ত্রণে ও প্রাতিষ্ঠানিক কাজে পরিভ্রমণ করেছেন।লেখক হিসেবে স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার। যেমন সমরেশ বসু সাহিত্য পুরস্কার, বিচয়ন সাহিত্য পুরস্কার, নিবেদিতা পুরস্কার, দ্বিজেন্দ্রলাল স্মৃতি পুরস্কার, আনন্দ-স্নোসেম পুরস্কার, তারাপদ বসু পুরস্কার ও উত্সব সম্মান।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.