অভীক দত্ত এর নভেলা গুলো আমার খুব পছন্দের, সেই জন্যই এবারের বইমেলা থেকে বইটা কিনেছিলাম । সাইকো থ্রিলার আমার পছন্দের একটি জনর, তাই বইটি হাতে তুলে নিই ।
🔹একটি ছেলে পুলিশের কাছে এসে সারেন্ডার করে, সে নাকি একটা খুন করেছে । কিন্তু ছেলেটির থেকে বাকি ডিটেইলস আদায় করতে গিয়ে পুলিশের নাজেহাল অবস্থা। খুনের তদন্ত করতে গিয়ে পুলিশের ওই কেঁচো খুড়তে কেউটে এর মতো অবস্থা হয় । গল্পের কনসেপ্ট আমার ট্রিগার করলেও গল্পের গল্পের বুনন আমার যথেষ্ট দুর্বল লেগেছে । যথেষ্ট প্লটহোল পেয়েছি গল্পে , যেগুলো বিস্তারিত বললাম না কারণ স্পয়লার চলে আসবে । কিছু জায়গায় দারুণ রহস্য তৈরি হয়েও, অগোছালো ভাবে শেষ হয়েছে । তবে শেষের টুইস্ট টি ভালো । যদি এক কথায় গল্পের স্বাদ বলতে হয় তাহলে বলবো ক্যাপসিকাম ও রসগোল্লা দিয়ে ম্যাগি খেতে যেমন লাগবে ঠিক তেমন এ ।
🔹যে কথা তা বললেই নয়, রিসেন্ট ডেইজ এ আমার বুক লুক এর কাজ খুব ভালো লাগে, তবে এই বইটির প্রচ্ছদ দেখে আমি আশাহত । AI generated ইমেজ ব্লেন্ড করা । প্রাণহীন লেগেছে আমার প্রচ্ছদ টা ।