What do you think?
Rate this book


Audible Audio
First published August 1, 1990
"যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই। যে ভালবাসা সব সময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না। মনে থাকে হঠাৎ আসা ভালবাসার কথা।"সত্যিই তাই। আমরা পারিবারিক ভালোবাসার কথা ভুলেই যাই, পরিবারের মানুষজন ভালোবেসে আমাদের জন্য এত কিছু করে সেটা আমরা নিতান্তই ভুলে যাই, যেন তা খুবই সাধারণ কিছু, যেন এটা হবারই ছিল। অথচ যেসব সংসারে অশান্তি ভরপুর সেদিকে তাকালে বোঝা যায় ভালবাসা আসলে একটা চয়েজ, ওরা চেয়েছে ভালবাসবে, ত্যাগ স্বীকার করবে তাই করে। অথচ আমরা এই ভালবাসার কদর করতে ভুলে যাই, পাশের রুমে থাকা ভাই/আপু/মা/বাবা কিংবা অন্যান্য পরিবারের সদস্য কেমন আছেন সেই খোঁজ না নিয়ে সুদূর প্রান্তে বাসরত যদু মধু কিংবা ছমিলা জামিলার খোঁজে মশগুল হই, এই সকালেই যাদের সাথে এক পশলা ডিসকাশন হলো ঘরে ফিরেই সেই তাদের সাথেই আমাদের আবার ডিসকাশন করতে বেশি ভাল লাগে। এর সবই আমাদের চয়েজ। আমরা যে কি চয়েজ করি! যাকগে, এই বই আমার চয়েজ হলো। খুব ভালো লাগলো। কিছু জায়গায় হেসেছি খুব, উপসংহারও বেশ, মন খারাপ হয়নি, বিরক্ত লাগেনি। সুন্দর সময় কাটানোর বিপরীতে ৫ তারা তো দেয়াই যায় :)