এই বই সম্পর্কে সত্যিই কিছু বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটি গল্পই অনন্যসাধারণ। ইতোমধ্যে প্রত্যেকটি পছন্দের উপন্যাসের ই আলাদাভাবে রিভিউ দিয়েছি।বলতে গেলে প্রত্যেকটি উপন্যাস পড়েই পূর্ণ তৃপ্ত আমি। এর মধ্যে বিষের ধোঁয়া, ঝিন্দের বন্দি, ছায়াপথিক, মনচোরা, রাজদ্রোহী মনে একটা আলাদা স্থান করে নিয়েছে। সত্যিই পাঠক জীবনে অন্যরকম কিছু পাওয়া এই বইটি।