নিশিমিয়া সমগ্র হল নিশিমিয়া চরিত্রটিকে নিয়ে রাজীব চৌধুরী রচিত প্রায় সব গুলো গল্প ও উপন্যাসের সংকলন। বইটিতে আছে পাঁচটি উপন্যাস ও বারোটি গল্প। উপন্যাসক্রমঃ প্রেতসাধক নিশিমিয়া আধোচক্র মানুষখেকো লিলিথ নগরে নিশিমিয়া ছায়াবৃত্তে নিশিমিয়া
Born in Chittagong, a beautiful town in bangladesh which has many stories to tell. He is an architect by profession. Loves to write dreams, some dreams no one could imagine.
লেখক এর পড়া এইটা আমার প্রথম বই। নাম শুনেই বোঝা যাচ্ছে গল্পটা নিশিমিয়া নামক এক ব্যাক্তির, আবার প্রচ্ছদ দেখে এটাও চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে, নিশিমিয়া একজন প্রেতসাধক। অপদেবতা কিংবা আসুরিক দেবতা/দেবীর সাধনা করলেও সে মানুষ এর ক্ষতি করতে খুব একটা পছন্দ করেনা। বরং মানুষ এর জীবন বাঁচানোর জন্য রাত বিরেতে "নিশি" ডেকে বেরাতো। এর জন্যই তাকে নিশি মিয়া বলে ডাকে সবাই। বই-তে রয়েছে নিশি মিয়াকে কেন্দ্র করে ৫টা উপন্যাস এবং ১২টা গল্প। বইটা পড়ার আগে আমি যেহেতু কোনোরুপ রিভিউ বা ফ্ল্যাপ পড়িনি তাই ভেবেছিলাম এটাও তারানাথ তান্ত্রিক গোছের কিছু হবে। ঐ রকম মাইন্ড সেট করে পড়া শুরু করতে খেয়াল করলাম, বেশ আলাদা এবং অন্যরকম সব উপন্যাস। সবচেয়ে ভালো লেগেছে "নিশি মিয়া অধোচক্র", "মানুষখেকো নিশি মিয়া" এবং সবথেকে আশাহত হয়েছি "লিলিথ নগরে নিশি মিয়া"। গল্প গুলো ও সব মোটামোটি একই ধাচে লেখা, যেমন কেউ কোনো ভৌতিক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে এবং সেখানে কোনো না কোনোভাবে নিশি মিয়া ও জড়িয়ে পড়ছে, ফলস্বরূপ তার নিজস্ব শক্তি দ্বারা অন্ধকার জগৎ এর প্রেত,রাক্ষস এর সাথে লড়াই। পরিশেষে, হরর,তন্ত্র মন্ত্র আমার বেশ পছন্দের জনরার। এই বইটিও পড়ার সময় খুব উপভোগ করেছি। গল্প গুলো রাতে পড়তে গিয়ে রীতিমতো গায়ে কাটা দিয়েছিলো। পার্সোনাল রেটিং- ৪/৫ ।
This entire review has been hidden because of spoilers.