আমেরিকার ইতিহাস দিয়ে শুরু।
ভারতবর্ষ আবিষ্কার করতে গিয়ে কলম্বাস আবিষ্কার করে ফেলেন আমেরিকা।এরপরই শুরু হয় ধ্বংসযজ্ঞ ,একের পর এক স্থানীয় সভ্যতা ধ্বংস হতে থাকে , অধিবাসীরা হতে থাকে দাস।
উত্তর ও দক্ষিণ আমেরিকার মুদ্রা কিংবা ভাষাও পরিবর্তন হয়ে যায় দখলদার সাম্রাজ্যবাদীদের হাতে। স্পেন , ইংল্যান্ড প্রভৃতি দেশের ভূ-জয়ের(!) দৌরাত্ম্যে ভাগ বাটোয়ারা হতে থাকে বিভিন্ন দেশ , অধিবাসীরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়। আমেরিকা দখলের ২০০ বছর পর ৬ কোটি আমেরিকান অধিবাসী কমতে কমতে ৭ লাখে এসে পৌঁছায়। ভাগ-বাটোয়ারার পাশাপাশি ইউরোপীয়ানরা চালু করে দাস ব্যবসা। স্পেনিশদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে বর্বরতার সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় ইংরেজরাও।
ইউরোপের ইতিহাসের উল্লেখযোগ্য বিষয় ছিল আলেকজান্ডারের বিশ্বজয় ,খৃষ্টধর্মের উত্থান,রোম সাম্রাজ্যের পতন , ইংল্যান্ড বনাম ফ্রান্সের শতবর্ষ যুদ্ধ, পোপতন্ত্রের উত্থান, রেনেসাঁ , ইংল্যান্ডের পৃথিবী জুড়ে দোকানদারি (পড়ুন - দেশদখল ) ,ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের উত্থানের মধ্য দিয়ে আবির্ভাব ঘটে নেপোলিয়ন বোনাপার্টের। সাধারণ সৈনিক থেকে তিনি হয়ে ওঠেন ফ্রান্সের সর্বেসর্বা। এরপর শুধু দেশদখল ও যুদ্ধ জয় । ধীরে ধীরে ফ্রান্স নেপোলিয়নের ছায়াতলে হয়ে উঠে শক্তিশালী রাষ্ট্রে। নেপোলিয়নও ইংল্যান্ডের সাথে শত্রুতা আরো পাকাপোক্ত করে ফেলে। রাশিয়া আক্রমণ ছিল নেপোলিয়ন পরাজয়ের সূচনা মাত্র। প্রায় ৫ লক্ষ সৈন্য নিয়ে রাশিয়া দখল করতে যান কিন্তু মাত্র ২০ হাজার সৈন্য নিয়ে প্রাণসমেত ফেরত আসতে পারেন তিনি। কিন্তু শেষ রক্ষা আর হলো না , ওয়াটারলু যুদ্ধে ইংল্যান্ডের হাতেই নেপোলিয়নের পরাজয় ঘটে।
এরপর আলোচনা শুরু হয় বিভিন্ন সভ্যতা ও তাদের আবিষ্কার নিয়ে , ইসলাম ধর্মের প্রসার ও বিভিন্ন খেলাফত নিয়ে,মোঙ্গলদের অভিযান , রাশিয়ার ইতিহাস, তুরস্কের ইতিহাস, চীনের বিভিন্ন রাজবংশ ,এশিয়ার বেশ কিছু দেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তুলনামূলক বিস্তারিত আলোচনা করা হয়েছে বিভিন্ন খেলাফত ও গৌরবগাথা।
ওশেনিয়া মহাদেশ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে।এরপরই রয়েছে পারস্য সভ্যতা ও ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস আলোচনায় প্রাক মোঘল যুগ ও মোঘল যুগের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। শেষদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা রয়েছে।
সম্পূর্ণ বইটি দুটি কাল্পনিক চরিত্রের কথোপকথনে বর্ণিত হয়েছে। বইটি বিস্তারিত ইতিহাস জানার ক্ষেত্রে উপযোগী নয়, বরং প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশের জন্য উপযোগী। এক কথায় বলা যেতে পারে সাধারণ জ্ঞান বইয়ের অন্য ভার্সন।
মূল কথায় আসি, এই বইতে চমৎকার সব বিষয় আলোচিত হয়েছে সন্দেহ নেই। কিন্তু এই বইয়ের রেটিং আমি টেনেটুনে তিন দিব।কারণ হিসেবে বলবো প্রচুর বানান ভুল। প্রতি পৃষ্ঠায় ভুল বানান রয়েছে।প্রতি পৃষ্ঠায় গড়ে ৩টি করে বানান ভুল থাকলে ৩১৮ পৃষ্ঠার বইয়ে প্রায় ৯৫৪ টি ভুল বানান রয়েছে। আমাকে পড়ার সময় রীতিমত পেন্সিল নিয়ে বসতে হয়েছে। আমি কিনেছিলাম বইটির ২য় সংস্করণ ,না জানি ১ম সংস্করণে কী ছিল!! লেখকের 'গল্পে গল্পে বিংশ শতাব্দী' বইও একই দোষে দুষ্ট। শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি বইটি লেখা হয় তবে সম্পাদনায় কেন এত অলসতা ? লেখকের কাছে প্রশ্ন রেখে গেলাম।
বিঃদ্রঃ ২৪৯ পৃষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ তথ্য এলেমেলো আছে।