এবারের ঈদের সবচেয়ে প্রতীক্ষিত ঈদসংখ্যাটি ছিলো ইজেলের। বর্তমানে সাহিত্য সাময়িকী হিসেবে ও ঈদসংখ্যার ক্ষেত্রে 'ইজেল' অন্যতম সেরা। বিশেষ করে ইজেলের প্রোডাকশন ডিজাইন যাকে বলে টপ নচ। ইজেলের 'রচনা নির্বাচন' বিশেষত্বের দাবীদার। এবারের ঈদসংখ্যায় প্রকাশিত সমস্ত উপন্যাস সমূহের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে ইজেলে প্রকাশিত হারুন রশীদের ' টাইগারপাস'। ইজেল ঈদসংখ্যা ২৫ এর উপন্যাস সমূহ হচ্ছে - টাইগারপাস - হারুন রশীদ, রক্ষী-পুরুষ বিসম্বাদ - মামুন হুসাইন, একটি পারুল বোন - সাগুফতা শারমীন তানিয়া, সুবিনয় মুস্তফীর জগৎ - ধ্রুব এষ, নাটের গুরু - সেলিম হোসেন টিপু, ফ্রোজেন হেল - জন ক্যাম্পবেল : অনুবাদ - সুজন সেনগুপ্ত।
ছোট গল্পের সেকশনও বেশ দারুণ ছিলো। সদ্য প্রয়াত ছোটগল্পকার ফয়জুল ইসলামের একখান গল্প ছিলো যার একটা নাতিদীর্ঘ ভূমিকা লিখেছেন ইমতিয়ার শামীম। ফিচার বা প্রবন্ধে তারেক অণুর একখান রচনা আর তারেক আজিজের রচনাটি বেশ লেগেছে। সবমিলিয়ে ঈজেল ঈদসংখ্যা ২৫ মনকাড়া ছিলো।