ইতিহাসের এক করুণ চরিত্র বলা যায় হারকিউলিস ওরফে হেরাক্লিসকে। তার মা ছিলেন জিউসের প্রতারণার স্বীকার; তথচ সেটার দায়ও চুকাতে হয়েছে এই হতভাগ্য বীরকেই! ইতিহাসের পাতায় অম্লান হয়ে আছে হেরাক্লিয়া তার বীরত্বের জন্য। কিন্তু সেই সঙ্গে রাগ এবং হটকারীতার জন্যও কুখ্যাতও বটে। নিজ হাতে হত্যা করে তিনি প্রথম স্ত্রী ও তার গর্ভে জন্ম নেওয়া সন্তানদের। সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে করতে হয় অসাধ্য সাধন; তাও একবার নয়, বারোবার। অংশ নেন আরও অনেক অভিযানে। আবার বিয়ে করেন, কিন্তু শেষমেশ... সেই প্রতারণার শিকার হয়েই মরতে হয়। মহান এক গ্রিক বীরের জীবনের আখ্যান নিয়ে আমাদের এই বই: গ্রিক বীর হেরাক্লিস।
জন্ম সিরাজগঞ্জে, ১৯৮৮ সালে। এসএসসি. পাশ করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে, এইচএসসি-রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে। এরপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সমাপ্ত করে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে। বর্তমানে কর্মরত আছেন কক্সবাজার জেলায়।
লেখালেখি শখের বসে, অনুবাদ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রথম প্রকাশিত বই আদী প্রকাশন থেকে-ট্রল মাউন্টেন। সেই সাথে রহস্য পত্রিকায় টুকটাক লেখালেখি।
অংকুর প্রকাশনীর একটা ক্ষুদে বই পড়েছিলাম হারকিউলিসকে নিয়ে৷ তাও সম্ভবত ১৯৯৯ বা ২০০০ সালে প্রকাশিত৷ এরপর কেভিন সরবো...থুক্কু হারকিউলিসকে নিয়ে পূর্ণাঙ্গ কোনো বই পড়িনি৷ ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়ে উঠেনি৷ এই বইটা দিয়ে সেই খোরাক মিটলো অনেকখানিই৷ কিছু জায়গায় লেখনশৈলী ফ্ল্যাট লাগলেও সর্বোপরি ভাল লেগেছে৷