কলকাতা শহরটার প্রতি বাবার একটা অদ্ভুত ভালোবাসা ছিল। ফেলুদার গল্পে কলকাতা যে কত ভাবে এসেছে, কতবার এসেছে তার ইয়ত্তা নেই।”—বইয়ের ভূমিকায় লিখেছেন সন্দীপ রায়। ফেলুদার সঙ্গে কলকাতার যে নাড়ির যোগ, সেই নিয়েই প্রসেনজিৎ দাশগুপ্ত’র চমৎকার বই— ‘ফেলুমিত্তিরের কলকাতা’। ফেলুদার অ্যাডভেঞ্চারগুলিতে উপস্থিত কলকাতা শহরের সন্ধান, পাশাপাশি এই অনুসন্ধানকে গবেষণা না-বলে ফেলুদা আর কলকাতা শহর এবং স্রষ্টার প্রতি ভালোবাসা থেকেই ফেলুদা-প্রকাশনার হীরকজয়ন্তী বর্ষের শুভক্ষণে শহর কলকাতা ও ফেলুদাকে কেন্দ্র করে এই গ্রন্থ নিঃসন্দেহে ফেলুদাপ্রেমীদের কাছে অবশ্য সংগ্রহযোগ্য।
সত্যজিৎ রায়কে একটা ব্র্যান্ড না বলে ক্যাশ-কাউ বলাটাই বেটার। ওনাকে নিয়ে যা যা আছে "অল সেলিং লাইক হট কচুরিজ়"। আর লেখক এই ব্যাপারটা ভালোই বুঝেছেন, তাই নোংরামিটা বেশ চালিয়ে যাচ্ছেন। একটার পর একটা পাতলা বই বের করছেন (এবং বেশ চড়া দামেই) আর ফুলে-ফেঁপে উঠছেন। লাস্ট দুটো বই: 'ফেলু মিত্তিরের কলকাতা' আর 'সত্যজিতের কলকাতা', পয়সা দিয়ে কিনে পড়ার পর বলছি, লেখককে উদ্দেশ্য করেই বলছি, এটা বন্ধ করুন এবার, অনেক হয়েছে। আপনার রিসার্চ ভালো মানছি, সেটাকে নিয়ে একটা গোটা চারশো পাতার ভালো জমজমাট বই হয়ে যেতে পারতো। কিন্তু লোভ... ওই কাল্পনিক মোটা বইটা থেকে কাট-কপি-পেস্ট করে অনেক তো কামালেন। এবার থামুন না উকিলবাবু। আমাদেরও রেহাই দিন। পিডিএফ বলে কিন্তু একটা ব্যাপার আছে, ভুলে যাবেন না।