রাশিদা সুলতানার জন্ম ১৯৭৩ সালে, ব্রাহ্মণবাড়িয়ায়। বাবার কর্মসূত্রে আশৈশব তিনি বড় হন ঢাকায়। পড়াশোনা করেছেন মতিঝিল আইডিয়াল হাই স্কুল, ভিকারুননিসা নূন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালেয়ের অর্থনীতি বিভাগ এবং জাপানের রিৎসুমেইকান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। রাশিদা সুলতানা বর্তমানে জাতিসংঘের দারফুর শান্তি মিশনে সুদানে কর্মরত।