নাদির শাহ শিবিরে নিজের সিংহাসনে অপেক্ষা করছিলেন। নিজাম তাঁর কাছে আসার আগেই বেরিয়ে এসে অভ্যর্থনা করলেন দুর্ধর্ষ যোদ্ধা এক কূটনীতিক নাদির শাহ। সাদাত খান তাঁকে আগেই বলে রেখেছেন, নিজাম একদিকে যেমন প্রশাসক হিসেবে ভালো, তেমনই সাংঘাতিক ভালো যোদ্ধা। নাদির শাহ নিজামের হাত ধরে বললেন, আমার কাছে একটা ব্যাপার বিস্ময়কর লাগছে। আপনার মতো এরকম এক মারাত্মক যোদ্ধা থাকতে মোগল সম্রাটের এই হাল কেন? আপনি ক্ষমতায় বসতে চান না?
ফিকশন এবং নন-ফিকশনের মাঝামাঝি এই সাহিত্য ফর্মটিতে সমৃদ্ধ দত্ত আলোচনা করেছেন মোগল সাম্রাজ্য থেকে হায়দ্রাবাদের নিজামদের নিয়ে। নিজামদের নিয়ে যেহেতু জানা ছিল না তাই ওই অংশটি দারুণ ইন্টারেস্টিং লেগেছে৷