‘অর্থশাস্ত্র পরিচয়’ মূলতঃএকটি পাঠ্যবই, তবে কেবলমাত্র অর্থনীতির ছাত্রদের জন্য লেখা নয়। অর্থশাস্ত্রের সাথে পরিচিত হতে আগ্রহী যে কারো জন্য এটি নির্ভরযোগ্য প্রবেশিকা গ্রন্থের অভাব মেটাবে।
সূচিপত্রঃ
প্রথম অধ্যায় - অর্থশাস্ত্রের ধারণা দ্বিতীয় অধ্যায় - ভোক্তার আচরণ ও চাহিদা তত্ত্ব তৃতীয় অধ্যায় - ভোক্তার ভারসাম্য চতুর্থ অধ্যায় - চাহিদার মাত্রা ও নমনীয়তা পঞ্চম অধ্যায় - উৎপাদন ষষ্ঠ অধ্যায় - উৎপাদন ব্যয় সপ্তম অধ্যায় - বাজার ও নিখুঁত প্রতিযোগিতা অষ্টম অধ্যায় - অনিখুঁত প্রতিযোগিতা নবম অধ্যায় - উৎপাদন উৎপাদনের দাম ও বিতরণ দশম অধ্যায় - বিতরণ ও বৈষম্য একাদশ অধ্যায় – আন্তর্জাতিক বাণিজ্য : ধারণা ও বিনিময় হার দ্বাদশ অধ্যায় - লেনদেনের ভারসাম্যের হিসাব ও বানিজ্য শর্ত ত্রয়দশ অধ্যায়- আন্তর্জাতিক বাণিজ্যের তত্ত্ব চতুর্দশ অধ্যায় - সামষ্টিক অর্থশাস্ত্রের প্রাথমিক ধারণা পঞ্চদশ অধ্যায় - সামষ্টিক অর্থশাস্ত্রে ভিন্ন ভিন্ন ধারা ও বিতর্ক ষোড়শ অধ্যায় - রাষ্ট্রায়ত্ত খাত ও রাষ্ট্রীয় ব্যয়
পুরো নাম আনু মুহাম্মদ আনিসুর রহমান হলেও আনু মুহাম্মদ নামেই অধিক পরিচিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। ঢাকায় লেখাপড়া শেষ করে ১৯৮২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চা ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যে কোন প্রকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় তিনি সবচেয়ে পরিচিত লেখক।