Jump to ratings and reviews
Rate this book

ডক্টর ইউনূসের দারিদ্র্য বাণিজ্য

Rate this book
‘ডক্টর ইউনূসের দারিদ্র্য বাণিজ্য’ নামে যে পুস্তিকাটি আগে প্রকাশিত হয়েছিল তাতে আরও কয়েকটি প্রবন্ধ যোগ করে এই তৃতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। ডক্টর ইউনূসের আর্থিক লেনদেনের অনেক অনিয়মের বিষয়ে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি তথ্যচিত্র প্রকাশিত হওয়ার পর ইউনূস ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে নতুনভাবে আলোচনার সূত্রপাত হয়েছে। ইউনূসের এই আর্থিক অনিয়ম দুর্নীতির পর্যায়ে দাঁড়ানোর কারণে সে বিষয়ে সমালোচনা হতে পারে ও হওয়া দরকার। কিন্তু ইউনূস আর্থিক লেনদেনের ক্ষেত্রে সৎ বা অসৎ এর ওপর তাঁর কর্মকাণ্ড ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে সব সমালোচনা আমরা করে এসেছি তা নির্ভর করে না। ইউনূসের আর্থিক লেনদেন বিষয়ে আমরা কিছু সমালোচনা করা সত্ত্বেও এটা স্পষ্টভাবেই এখানে বলা হয়েছে।

ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদেরকে ঋণমুক্ত করে তাঁদের দারিদ্র্য মোচন করবেন এবং এই ঋণ গ্রহীতাদের সংখ্যা বৃদ্ধি করতে করতে সারা দেশ থেকে দারিদ্র্য দূর করেই দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবেন, এ ধরনের অবাস্তব এবং আবোল-তাবোল বক্তব্যের স্বরূপ উদ্‌ঘাটন করে আগে যা লেখা হয়েছিল তার ধারাবাহিকতা রক্ষা করেই সংযোজিত নতুন প্রবন্ধগুলি লেখা হয়েছে।

আশা করি এগুলি মনোযোগ সহকারে পড়লে পাঠকরা ডক্টর ইউনূসের সমগ্র কর্মকাণ্ডের একটা সত্যনিষ্ঠ মূল্যায়ন করতে সক্ষম হবেন এবং সাম্রাজ্যবাদের অর্থায়নে এ ধরনের সফল উদ্যোগ যে আমাদের দেশের গরীবদের স্বার্থে নয়, তাদের দুশমন সাম্রাজ্যবাদের স্বার্থেই নেওয়া হয়েছে এবং সাম্রাজ্যবাদের স্বার্থেই ব্যবহার করা হচ্ছে এ বিষয়ে তাঁদের পক্ষে একটা সঠিক ধারণায় উপনীত হওয়া সম্ভব।

- বদরুদ্দীন উমর

112 pages, Hardcover

First published May 1, 2006

1 person is currently reading
72 people want to read

About the author

Badruddin Umar

92 books34 followers
Umar received his MA in Philosophy from Dhaka University and his BA Honors degree in PPE (Philosophy, Politics and Economics) from Oxford University. Umar began his academic career as a teacher at Dhaka University on a temporary basis. In 1963, he joined Rajshahi University as the founder-chair of the Political Science department. He also founded the department of Sociology at the same university, but he resigned from his university positions during the hostile times of the then East Pakistan governor Abdul Monem Khan to become increasingly more active and engaged as a full-time leftist political activist and public intellectual to fight for the cause of oppressed peasants and workers in Bangladesh.

As a follower of Marxist-Leninist principles, Umar began writing anti-colonial articles from the 1970s. In the 1960s he wrote three groundbreaking books––Sampradayikata (Communalism, 1966), Sanskritir Sankat (The Crisis of Culture, 1967), and Sanskritik Sampradayikata (Cultural Communalism, 1969)––that theorize the dialectics of the political culture of ‘communalism’ and the question of Bengali nationalism, thus making significant intellectual contributions to the growth of Bengali nationalism itself. In 1969, Umar joined the East Pakistan Communist Party (Marxist-Leninist), and from February 1970 to March 1971, Umar edited the mouthpiece of the East Pakistan Communist Party––Saptahik Ganashakti—which published essays and articles about the problems and prospects of the communist movement in Pakistan. He was president of both Bangladesh Krishak Federation (Bangladesh Peasant Federation) and Bangladesh Lekhak Shibir–the country’s oldest organisation of progressive writers, intellectuals, and cultural activists.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (12%)
4 stars
3 (37%)
3 stars
3 (37%)
2 stars
0 (0%)
1 star
1 (12%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Shadin Pranto.
1,483 reviews564 followers
December 22, 2024
শহীদুল্লা কায়সার তখন কারাবন্দি। ছোটো ভাই জহির রায়হান তার সঙ্গে দেখা করতে গেলে বললেন, জেলগেটে তার জন্য খাতা ও কলম দিয়ে যেতে। এরপর সেগুলো হাতে পাওয়ার পর নিয়মিত দিনলিপি লিখতেন। যা 'রাজবন্দীর রোজনামচা' নামে ছাপা হয়। সেখানে তিনি লিখেছিলেন, পর্যাপ্ত জ্ঞানের অভাবে সাধারণ জিনিসকে আমরা অসাধারণ মনে করি। গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূস নিয়ে জ্ঞানের ও বিশ্লেষণের অভাবে অনেকের মতো হয়তো বীরপূজায় শরিক হইনি। তবে বিস্তর ভক্তি ও ভালোবাসা ছিল। বদরুদ্দীন উমরের লেখা মাত্র ১১২ পাতার বইটি পড়ার পর নিজের নতুন করে কিছু বিষয় চিন্তা করার সুযোগ তৈরি হয়েছে। নিঃসন্দেহে ইউনূস মিথ ও গ্রামীণ ব্যাংকের কিংবদন্তিতুল্য সাফল্যের ওপর ইমান অনেকটাই চলে গেছে।

গ্রামীণ ব্যাংক কত শতাংশ সুদে 'বিনা জামানতে' ঋণ দেয় তা অস্পষ্ট। বদরুদ্দীন উমর লক্ষ করেছেন, প্রতিষ্ঠানটি একবার ২০ শতাংশ সুদের কথা বলেছে। আবার, ২৫ থেকে ৩০ শতাংশ সুদের হারের উল্লেখও রয়েছে। যেহেতু তারা বিনা জামানতে ঋণ দেয়, সেহেতু বাধ্য হয়েই তাদের সুদের হার বেশি। এই যুক্তিকে খণ্ডন করে বদরুদ্দীন উমর লিখেছেন, ঋণ নিয়ে ঋণগ্রহীতা যা কেনে তা ঋণ পরিশোধের আগে কোনোভাবেই মালিকানা হস্তান্তর করতে পারে না। অর্থাৎ , টেকনিক্যালি জামানত রইলই।

মুহাম্মদ ইউনূসকে উচ্চ সুদের হারের কথা জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেছিলেন, জোর করে গ্রামীণ ব্যাংক কাউকে ঋণ দেয় না। বদরুদ্দীন উমরের যুক্তি, চরম সুদখোর মহাজন ও কাবুলিওয়ালারা কী জোর-জবরদস্তি করে ঋণ দিতো? ঋণ কেউই জোর করে দেয় না। বরং দরকারে মানুষ নেয়। তাই মহাজন ও কাবুলিওয়ালার সঙ্গে গ্রামীণ ব্যাংকের পার্থক্য তিনি খুঁজে পাননি। বিশেষত, ঋণ সময়মতো শোধ করতে ব্যর্থ হলে যা করা হয় তা মহাজনদের জুলুমের চাইতে কম নয়।

কর দিতে মুহাম্মদ ইউনূস এক ধরনের অনীহাবোধ করেন বলে উল্লেখ করেছেন বদরুদ্দীন উমর। তিনি ৭ শ কোটি টাকা বিনিয়োগকে তার ব্যক্তিগত ট্রাস্টে নিয়ে যান এবং সেখান থেকে ব্যাংকের হিসাবে জমা করেন। যুক্তি হিসেবে উল্লেখ করেন, টাকাটা সরাসরি যুক্ত হলে সরকারকে ৪০ শতাংশ সুদ দিতে হতো। তা এড়াতেই কাজটি তিনি করেছেন। এমনকি তার নোবেল পুরস্কারের টাকায় যেন করারোপ করা না হয় তা নিশ্চিত করতে তদবির করেন বলে উল্লেখ করেছেন বদরুদ্দীন উমর। উল্লেখ্য, এই পুরস্কারে করমুক্তি পেতে তিনি ২০০৭ সালে তৎকালীন এনবিআর চেয়ারম্যান বদিউর রহমানের কাছে লোক পাঠান। এই ঘটনা বদিউর রহমান তার 'সরকারি চাকরিতে আমার অনুভূতিসমগ্র' বইতে লিখেছেন।

বদরুদ্দীন উমরের মতে, মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের অত্যন্ত পছন্দের ব্যক্তি। তাকে ২০০৬ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত করার জন্য। বদরুদ্দীন উমর লিখেছেন, ২০০৬ সালে নোবেল মনোনয়নের তালিকায় তিনি ছিলেন না। বরং ইন্দোনেশিয়ার বান্দা আচেহ সংকট মোকাবিলার জন্য শান্তিতে নোবেল আলোচিত ছিল। কিন্তু সেবার আলোচনায় না থেকেও নোবেল পান মুহাম্মদ ইউনূস। কারণ হিসেবে উমর মনে করেন, ২০০৬ সালের আগেই যুক্তরাষ্ট্রে বুঝতে পারে এদেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মতানৈক্য তৈরি হবে। তখন ঐক্য তৈরির পথ দেখাবেন মুহাম্মদ ইউনূস। উল্লেখ্য, ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার আওয়ামী লীগ ও বিএনপির মতবিরোধ সমাধানে আগে এক শ দিনের একটি ফর্মূলা দিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। প্রথম আলো, ডেইলি স্টার ও সিপিডি আয়োজিত সৎ ও যোগ্য প্রার্থী আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদ ইউনূস। এই আন্দোলনটি নব্বই দশক থেকে রাজনৈতিক অঙ্গনে সংস্কার নিয়ে কথা বলত।

আজকে বাংলাদেশে সকল দল নিয়ে জাতীয় সরকার গঠনের আওয়াজ শোনা যাচ্ছে। এসব কথা ২০০৬ সালেই মুহাম্মদ ইউনূস বলেছেন। তার ফর্মূলা ছিল, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল পাবে প্রধানমন্ত্রী পদ এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দলের ভাগে পড়বে উপ-প্রধানমন্ত্রিত্ব ও তিনটি মন্ত্রণালয়। এছাড়াও সংসদের মেয়াদ কমানোর প্রস্তাব তিনি করেছিলেন। আগামী নির্বাচনের পর এসব ফর্মূলা কার্যে পরিণত হলে অবাক হবো না।

'The Micro Debt' শিরোনামে গ্রামীণ ব্যাংকের ঋণের ফাঁদ ও মুহাম্মদ ইউনূসকে নিয়ে টম হেইনম্যান একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। যা নরওয়ের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলে প্রচারিত হয়। বদরুদ্দীন উমর এই প্রামাণ্যচিত্রটির কথা একাধিকবার উল্লেখ করেছেন। ইউটিউবে খুঁজলেই পাবেন। আমি দেখলাম এবং বিস্মিত হলাম। সুযোগ হলে দেখুন।

বদরুদ্দীন উমরের লেখার একটা দোষ আছে। তিনি সবকিছুকে বামপন্থার আতশকাঁচের নিচে ফেলে বিচার-বিশ্লেষণ করেন। তা ঠিক আছে। তবে সমালোচনা করতে গিয়ে 'ভাওতাবাজ', 'প্রতারক', 'উন্মাদ', 'মিথ্যুক', 'অসৎ' ইত্যাদি বলে গাল দেন। আমাদের ইউনূস সাহেবকেও তিনি এসব বলে গাল দিয়েছেন। যদিও কেন গালাগাল দিচ্ছেন তা ব্যাখা করেছেন। তবুও ভালো লাগেনি।

ব্যক্তিপূজার খপ্পরে পড়লে মগজের মুক্তি নেই। দেবদূত শুধু স্বর্গে থাকেন। আদমসন্তানকে দেবদূত ভাবলে আখেরে বোকা হতে হবেই। বদরুদ্দীন উমরের বইটার প্রকাশক শ্রাবণ। এখন আর ছাপা হয় না। তবে খুঁজলে হয়তো পেয়ে যাবেন। পড়ুন, আলোচনা করুন। হোক তা যুক্তির আলোকে পক্ষে-বিপক্ষে। এভাবেই মহামহিম কিংবদন্তির বাইরে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.