'আত্মজার জলবিছানা'-কে একটি দুই খণ্ডের সমন্বিত রচনা বলা যেতে পারে। একটি খণ্ডে ইসলামের সাথে বর্তমান সংস্কৃতির মিল ও অমিল নিয়ে একটি বিশ্লেষণধর্মী পর্ব রয়েছে- যার বিষয়বস্তুগুলো বর্তমান সময়কে দারুণভাবে প্রভাবিত ও পরিচালিত করছে।
দ্বিতীয় খণ্ডে রয়েছে একটি পূর্ণাঙ্গ উপন্যাস। যেখানে একজন আত্মজার জীবন সংগ্রামের গল্প বলা হয়েছে। যার গর্ভে জন্ম নেয় আরেকজন আত্মজা। যাদের জীবন পুষ্পশয্যা নয়, অথচ তারাই রচনা করতে পারে জীবনের জলবিছানা।