দেখতে-পড়তে খাসা হয়েছে। গ্যাংটকে গণ্ডগোল বইটা বরাবরই ভালো লাগা, ফেলুদার আর আশিভাগ বইয়ের মত, নতুন করে ভালো লাগায় রক্তসঞ্চার হইলো অভিজিৎ সাহেবের চমৎকার কাজ দেখে। তার প্যানেল নির্বাচনের কাজ, যারে বলে অপূর্ব। একেকটা দৃশ্যরে কীভাবে যে আঁকছে!
দুইটা সমস্যা হইছে মাঝ দিয়ে, এক - তোপসে কিছুটা অপ্রয়োজনীয় হয়ে গেছে এবারও। স্বাভাবিক, কমিক্সে ত আর সে ন্যারেটর থাকতেছে না। সুতরাং ফেলুদার তারে দিয়ে কী কাজ কে জানে।
আর একটা সমস্যা, গল্প শেষ দশ পাতায় ভয়াবহ ঝুলে গেছে। বাকীটা ভালো বলে কোনোরকমে ঠেক দিয়ে রাখা যায়। হয়ত শেষ অংশের অ্যাডাপ্টেশন প্রক্রিয়া ভালো হয় নাই বলে। এম্নিতে ত গল্পটা খারাপ ছিলো না, হয়ত ঐ জায়গায় গল্পের ধরণ অনুযায়ী আগায় নাই।
তবে, কাজ সুন্দর, নির্দ্বিধায় বলে দিতে পারি। পাথরের গড়ানো, আর ফেলুদার একেকটা এক্সপ্রেশন, মাইরি।