নিখোঁজ ভাইয়ের সন্ধানে বেরিয়েছেন স্যার হেনরি কার্টিস। সঙ্গী হিসেবে রয়েছেন রয়েল নেভির ক্যাপ্টেন জন গুড আর বিখ্যাত শিকারি অ্যালেন কোয়াটারমেইন। পথের দিশা বলতে তিনশ বছর আগের একটা চিরকুট: ‘আমি, হোসে ডা সিলভা, এই মুহূর্তে ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি ছোট্ট একটা গুহার ভেতর। যে দুই পাহাড়ের আমি নাম দিয়েছি ‘শেবার বক্ষযুগল’,’ ওগুলোর সর্বদক্ষিণের উত্তর পাশে রয়েছে গুহাটা, যেখানে নেই কোনো তুষারের অস্তিত্ব। ভাঙা একটা হাড়কে কলম আর নিজের রক্তকে কালি বানিয়ে খ্রিষ্টিয় ১৫৯০ অব্দে লিখে যাচ্ছি এই চিঠি, আমার পোশাকের কাপড়ের ওপরে। যদি আমার ভৃত্য আমাকে এসে খুঁজে পায়, তবে এই চিঠিটা যেন ডেলাগুয়ায় আমার বন্ধুর (নামটা অস্পষ্ট) কাছে পাঠায়, পুরো বিষয়টা রাজাকে অবহিত করার জন্য। রাজা যদি এখানে সৈন্য প্রেরণ করেন, আর তারা যদি মরুভূমি এবং পাহাড় পেরোনোর পাশাপাশি দুর্ধর্ষ কুকুয়ানা এবং তাদের কালো যাদুকে পরাস্ত করতে পারে, যার জন্য অবশ্যই একদল যাজককে সাথে আনতে হবে, তবে রাজা হবেন কিং সলোমনের পরে সবচেয়ে ধনাঢ্য রাজা। আমি স্বচক্ষে সলোমনের গুপ্তধনের চেম্বারে অগুনতি হীরা জমাকৃত অবস্থায় দেখেছি, যার অবস্থান ধবল মৃত্যুর পেছনে; যদিও জাদুকর গাগুলের কারণে স্রেফ নিজের জীবনটা ছাড়া আর কিছুই নিয়ে আসতে পারিনি সাথে। যে বা যারা এখানে আসবে, তাদের আসতে হবে ম্যাপে দেখানো পথ অনুসরণ করে। তুষার অনুসরণ করে শেবার বাম বক্ষের শীর্ষ বিন্দুর ওপর দিয়ে আসতে হবে উত্তর পাশে, যেখানে বিশাল রাস্তা তৈরি করে রেখেছেন সলোমন। আর সেখান থেকে রাজপ্রাসাদের দূরত্ব তিনদিনের পথ। যে আসবে তাকে অবশ্যই খুন করতে হবে গাগুলকে। আমার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করবেন। বিদায়।... পদে পদে ভয়, রোমাঞ্চ আর মৃত্যুর হাতছানি। স্বাগত স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কালজয়ী উপন্যাস ‘কিং সলোমন’স মাইনস’-এর রোমাঞ্চকর অভিযানে।
হ্যাগার্ডের লেখার প্রতি আমার সব সময়ই একটা দূর্বলাতা কাজ করে, আমার কখনো এন্টিক এডিশনের দিকে মন টানে না, প্রথমে গল্প টাই আমি দেখি,
বইটা আগেই পড়া ছিলো নতুন করে যখন ভূমি প্রকাশনী পূর্নাঙ্গ অনুবাদ বের করলো তাও গোল্ডেন এডিশন,ম্যাপ,ক্যারেক্টর কার্ডসহ,
তাই এক কপি নিয়েই নিলাম, এবং পড়েও শেষ করলাম, আগে পড়া বইটা সেবার অনুবাদ ছিলো, তাই অনুবাদ নিয়ে একটু সংশয় কাজ করছিলো মনে,
তবে খালিদ ভাই অভিযোগের কোন যায়গা রাখে নি অনুবাদের বিষয়ে।
বলা যায় অ্যালান, আর তার বন্ধু হেনরি কার্টিস,ও ক্যাপ্টিন গুডের সাথে একটা রোমাঞ্চকর সফরের সঙ্গী হলাম, যদি এডভেঞ্চার পছন্দ করেন তবে এটা আপনার বেস্ট চয়েজ হবে।