What do you think?
Rate this book


239 pages, Paperback
First published April 1, 1986
ভোরের আলো ফুটছে । বারান্দায় একা একটা চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে রানা । সবচেয়ে বড় তারাটা মিটমিট করছে দেখে চমকে উঠল ও । নিচের বাগান থেকে ফুলের গন্ধ এসে ঢুকল নাকে । বসন্তকাল, দূরে কোথাও একটা কোকিল ডেকে উঠল । তারপর, হঠাৎ ফুরফুরে বাতাস এসে লুটিয়ে পড়ল গায়ে ।
সেই গানটা বেজে উঠল অন্তরে ।
'এক সময় থেমে যাবে সমস্ত কোলাহল, ঘুমিয়ে পড়বে ধরণী । আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটা মিটমিট করলে বুঝবে আমি তোমায় ডাকছি । সে-রাতে তুমি জেগে থেকো, বন্ধু, ঘুমিয়ে পড়ো না । আর, হ্যাঁ, ফুলের গন্ধ পেলে বুঝে নিয়ো আমি আসছি । আর যদি কোকিল ডাকে, ভেব আমি আর বেশি দূরে নেই । তারপর, হঠাৎ ফুরফুরে বাতাস এসে তোমার গায়ে লুটিয়ে পড়লে বুঝবে আমি এসেছি । সে-রাতে তুমি জেগে থেকো বন্ধু, ঘুমিয়ে পড়ো না ।'
উঠে দাঁড়িয়ে রেলিঙএর সামনে চলে এল রানা । রেলিংটা শক্ত করে চেপে ধরল দু'হাত দিয়ে, সারা শরীর কাঁপছে । আকাশের দিকে মুখ তুলে বিড়বিড় করে বলল ও, 'জেগে আছি, আমি জেগে আছি ।'