জঘন্য ফালতু একটা বই। নাহ, পুরো পড়তে পারিনি। ১৪০ পৃষ্ঠা পর্যন্ত কষ্ট করে পড়েছি। (ধৈর্য্যশক্তি ভালোই আছে আমার :P ) * মিশরীয় পুরাণ এর চেয়ে বহুগুণ ভালো বই ;) :v
বইয়ের ভূমিকা পড়তে পড়তে মনে হল বইটা আমার ভাল লাগবে না।কারণ লেখক ভূমিকায় যেভাবে ধান ভানতে শিবের গীত গেয়েছে তাতে বইটা ভাল হবে না মনে হচ্ছিল।পড়তে গিয়ে দেখি যা ভেবেছিলাম তাই।লেখক পুরাণের মত ইনটারেস্টিং ব্যপারকে বোরিং বানিয়ে ফেলেছে।পুরাণ আমার প্রিয় বিষয় বলেই পুরো বইটা পড়ে ফেলেছি।বইটার আইডিয়া কিন্তু চমৎকার ছিল।অ থেকে ক্ষ পর্যন্ত যতগুলো পৌরানিক শব্দ আছে তার ব্যাখ্যা।কিন্তু সমস্যা হল লেখার ম্যাড়ম্যাড়ে ভঙ্গি ,দূর্বল বাক্য ব্যবহার,অপ্রাসাঙ্গিক বাক্য,বাক্য পরম্পরার অভাব।আমার মনে হয় লেখক অনেক জায়গায় নিজেই বোঝেন নি যে তিনি কি লিখছেন (উদাহরন:অনঙ্গ) ।