প্রস্তাবটা পিলে চমকানো। মার্কিন প্রেসিডেন্টের একমাত্র মেয়েকে কিডন্যাপ করতে হবে।
জানা কথা, এ-ধরনের প্রস্তাবে রাজি হবে না মাসুদ রানা। কিন্তু রাজি হলো।
শুধু কিডন্যাপ করলেই হবে না, মেয়েটাকে নিয়ে সুরক্ষিত মার্কিন সীমান্ত পেরিয়ে চলে যেতে হবে দূর কোন এক দেশে।
জানা কথা, এ-ধরনের ফাঁদে পা দেবে না রানা।
কিন্তু দিল।