দেব্রীপ্রসাদ চট্টোপাধ্যায় (English: Debiprasad Chattopadhyaya) ভারতের কলকাতায় ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের একজন প্রখ্যাত মার্ক্সবাদী দার্শনিক। তিনি প্রাচীন ভারতের দর্শনের বস্তুবাদকে উদ্ঘাটন করেছেন। তাঁর লেখাগুলো একাধারে দর্শন ও বিজ্ঞানের সমন্বয়। এছাড়াও তিনি প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাস ও বিজ্ঞানের পদ্ধতি সম্পর্কেও গবেষণা করেছেন। তিনি ১৯৯৩ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।
দেবী প্রসাদের লেখার হাত সব সময়ই অসাধারণ । এই বইটি পড়লে যে কোন বয়সের মানুষেরই চিন্তার রেজনেন্স ঘটবে । শিশু , কিশোরদের জন্য অবশ্য পাঠ্য । যে ভাবে তিনি গল্পের আকারে বৈজ্ঞানিক আবিষ্কার এবং তার গুরুত্বকে তুলে ধরেছেন তার কোন তুলনা হয় না । খুব ছোট আকারে বইটিকে বিগত ৩০০ বছরের জীববিজ্ঞানের একটি ভ্রমণ মনে হয়েছে ।