উপন্যাসটা একদিনের। একটা ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। যার ফলে সেই ট্রেনের সব যাত্রী একটা মফস্বলের স্টেশনের প্লাটফরমমে এসে নামে। এরপর এই যাত্রীদের মধ্যে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে গল্প। বনফুলের লেখার বড় বৈশিষ্ট্য হলো হিউমারের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা। এই গল্পেও উঠে এসেছে সেই সময়ের সমাজের বিভিন্ন অসংগতি- হিন্দু বিধবাদের কষ্ট, কাবুলীওয়ালাদের দৌরাত্ম্য, জাত প্রথা এবং জাত প্রথার কারনে হিন্দুদের খ্রিষ্টান এ ধর্মান্তরিত হওয়া, প্রশাসনের উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর প্রয়াস,প্রশাসনের দুর্নীতি, সাহেবদের তোষামোদ, ঈভটিজিং। এক কথায়, একটা ছোট্ট স্টেশনের প্লাটফর্ম যেন সারা দেশের সমাজের চিত্র বিমূর্ত হয়ে উঠছে।