'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসের বরপুত্র। ইতিহাস তাঁকে সৃষ্টি করেছে, তিনিও সময়ের অনিবার্যতায় ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে, নির্দেশে লক্ষ প্রাণের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের।
বাঙালি জাতিসত্ত্বার বিকাশে অসাম্প্রদায়িক চেতনাকে শাণিত করা ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্তির অঙ্গীকারে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। সে লক্ষ্যে দুঃখী, শোষিত, বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়ে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তিনি বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেন। এই পদক্ষেপকে তিনি অভিহিত করেছিলেন 'দ্বিতীয় বিপ্লব'। দ্বিতীয় বিপ্লবের বৈপ্লবিক কর্মসূচি নস্যাতে দেশি-বিদেশি শোষকগোষ্ঠী প্রতিক্রিয়াশীল ও স্বাধীনতাবিরোধী চক্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে পুনরায় দেশকে পাকিস্তানী ভাবধারা ও ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। ফলে দেশে আজ গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র, শোষণমুক্তির পরিবর্তে লুটেরাতন্ত্র, দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ও জঙ্গীবাদ জাতীয় জীবনকে বিপর্যস্ত, এমনকি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ঘৃণ্য ব্লু-প্রিন্ট নিয়ে উক্ত চক্র অপ্রতিহতভাবে অগ্রসর হচ্ছে। বইটিতে সেই বৈরী সময়ের চিত্র যেমন পাওয়া যাবে তেমনি দেশে বিরাজমান অবস্থায় করণীয় কী হতে পারে তা পাঠকদের পথ-বিকল্পের অন্বেষায় উজ্জীবিত করবে।
Abu Sayeed (Bengali: আবু সাইয়িদ) is a Bangladeshi politician. Sayeed has been a professor at of Rajshahi University.
Prof Sayeed has been conducting research on the Liberation War, Bangabandhu Sheikh Mujibur Rahman and contemporary politics for about four decades.
He was a member of the then Pakistan National Assembly in 1970 and of the 34-member committee formed in 1972 to formulate the draft constitution of Bangladesh and the former vice-president of Rajshahi University Central Students’ Union.