খ্রিস্টপূর্ব যুগের এক বিশেষ পরিবেশে সূচিত হয় পাশ্চাত্য দর্শনের যুক্তিবাদী ধারা এবং একের পর এক আবির্ভাব ঘটে যুক্তিবাদী দর্শন ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির, দর্শনের ভুবনে অভ্যুদয় ঘটে আধুনিক যুগের। খ্রিস্টপূর্ব যুগে দর্শনের সূত্রপাত, মধ্যযুগে স্বাধীন চিন্তার বিপর্যয় এবং আধুনিককালে (আঠারো শতক অবধি) দার্শনিক চিন্তার গতিপ্রকৃতি স্থান পেয়েছে এই খন্ডে।
প্রতিনিয়ত মানুষ এগিয়ে চলেছে। এ ধরণের বই চিরকালীন সে যাত্রায় অতীতের শ্রেষ্ঠ পথিকৃৎদের হাতে হাত রেখে পাঠককে কিছুটা সময় পার করতে দেওয়ার ক্ষমতা রাখে। (এটা পড়া শেষ হলে দ্বিতীয় খণ্ডও আশা করি যোগ করে দিতে পারবো।)