সব ক্ষেত্রে আত্মসম্মান বোধ দেখাতে নেই।বিশেষত যেখানে নিজের দোষটাই ষোলো আনা থাকে সেখানে অন্ততঃ অন্যের সাথে একটু ভালো ব্যবহার করা আবশ্যক। তা সে হোক না বাড়ির চাকর, তাতে কী ই বা এসে যায় দোষটা তো আমার।
এক মনিব আর তার ভৃত্যের কাহিনি। ভৃত্যের প্রতি মনিবের অধিক স্নেহ আর অধিক নির্ভরশীলতাই যেন একসময় পৃথ্বীর অভিশাপ হয়ে নেমে আসে ভৃত্যের জীবনে!!!!