Sumanto Aslam ( Bengali: সুমন্ত আসলাম) is a Bangladeshi journalist and novelist. He was the sectional editor of Alpin, the weekly satirical supplement of Prothom Alo and wrote his editorial under the banner "Boundule". Now he is the sectional editor of Pachal.
দাদি যেদিন মারা যায় সেদিন রাতে কিছুতেই ঘুম আসছিল না | সবাই যখন গভীর ঘুমের ভান করে ঘুমাচ্ছিলো আমি তখন সেহরি পর্যন্ত সময় কাটানোর ওয়ে খুজছিলাম | ' Sheiboi ' এপ থেকে বৃষ্টি তোমার জন্য বইটি পড়া স্টার্ট করি | বইটি নিয়ে কোনো আইডিয়া ছিল না আসলে কি নিয়ে | খানিকটা পড়তেই আন্দাজ করে ফেলি কি হতে চলেছে | আমার দাদির মৃত্যুর দিনে আরেকটা মৃত্যু হতে চলেছে | একসময় আসলে কেও থাকবে না, কেও থাকবে না নিঃস্বার্থ ভালোবাসার জন্য |
আমাদের একজন বাউন্ডুলে লেখক আছেন। লেখক বাউন্ডুলে কি না তা নিশ্চিত করে বলা যায় না অবশ্য, তবে তিনি বাউন্ডুলে নামে একটা সিরিজ লিখতেন। প্রতি সোমবারে তা ছাপা হতো পত্রিকার পাতায়। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকতাম। পড়তে পড়তে আমাদের মনে হত এই লেখকের কাঁধে নিশ্চিতভাবেই একটি ঝোলা আছে। তিনি খালি পায়ে পথে পথে ঘুরে বেড়ান, আর মানুষ দেখেন। তিনি মানুষের যন্ত্রণাকে ধারণ করতে পারেন, মানুষের দৈনন্দিন কথাবার্তা তার চাবুক কলাম লাগতো স্লোগানের মত। লেখকের নামটা অনেকেই হয়তো অনুমান করতে পারছেন।
তার নাম সুমন্ত আসলাম। তিনি এখনো বাউন্ডুলে লিখেন। প্রতি বছর বইমেলায় তা প্রকাশিত হয়। সুমন্ত আসলামকে শুধুমাত্র বাউন্ডুলে সিরিজ দিয়ে মূল্যায়ন করা অনুচিত কাজ হবে। কারণ এছাড়াও তার বইয়ের সংখ্যা কম না। তিনি লিখছেন কিশোর উপন্যাস, লিখেছেন প্রেমের গল্প, লিখেছেন রম্য রচনা।
আমি লেখক সুমন্ত আসলামের ভক্ত। গল্প, উপন্যাস, রম্যরচনা সব মিলিয়ে প্রায় ১০০টি বই প্রকাশিত হয়েছে সুমন্ত আসলামের। বাংলাদেশে তার ভক্ত সংখ্যা অনেক। দু’চোখ ভরা স্বপ্ন তার। দেশ, জাতি, সমাজ, মানুষ সবাইকে নিয়েই তিনি স্বপ্ন দেখেন। সবার ভালো থাকার স্বপ্ন দেখেন। অনেক ভালোবাসা নিয়ে স্বপ্ন দেখেন। আর, সে সব স্বপ্নের বীজ তিনি বপন করেন পাঠকের মনেও। তাইতো কাছের বন্ধুরা তাকে বলে স্বপ্নবাজ। এই লেখক অনেক দূর যাবেন। উনি কখনও ঝরে পড়বেন না। এই লেখক খুব সহজ সরলভাবে জীবন যাপন করেন। একদম মাটির মানুষ। কোনো অহংকার নেই। সবার সাথে হাসি মুখে কথা বলেন। বইমেলায় তাকে দূর থেকে খুব সুন্দর পাঞ্জাবী পড়ে আসতে দেখেছি। উচা, লম্বা প্রানবন্ত একজন মানুষ। চোখে ভারী চশমা।
আমার অত্যন্ত পছন্দের একজন লেখক। যাই হোক, সুমন্ত আসলামের সব বই পড়া না হলেও আমি তার বেশির ভাগ বইই পড়ে ফেলেছি। প্রতিটা লিখাই আমি খুব মজা করে পড়ি। ভালো লাগে খুব, পড়ে তৃপ্তি পাই। ঠিক তেমনি এই লিখটাও ব্যতিক্রম নয়, ভালো লেগেছে বইটা।
This entire review has been hidden because of spoilers.
সন্তান সন্ততিকে বড় করে তোলার পর কে কেমন হবে তা যদি বাবা মা পূর্বেই বুঝতে পারতো তবে কি তারা তাদের সন্তান সন্ততি দের বড় করে তুলতো না?মায়েদের ভালোবাসা টা নিস্বার্থ ই থাকে। দিনশেষে দেখা যায় সন্তানদের মধ্যে কেউ হয়তো নিস্বার্থরুপেই ভালোবাসে আবার কেউ বা বেকে যায় অর্থ কিংবা অন্য কিছুর লালসায়।ভালোবাসা তাদের হারিয়ে পালায়,মস্তিষ্কে তখন মনে হয় পোকা ধরে।মায়েরা বুঝে গিয়েও হয়তো মুখ ফুটে বলে না তার সন্তান এর ব্যবহার তাকে কতটা ব্যাথা দিয়েছে।নিরবে চলে যায় তারা শুধু জোছনার আলোয় ধরা পড়ে নিশব্দ রাতে বৃষ্টি হয়ে ঝড়ে পড়া তাদের অশ্রুজল।