What do you think?
Rate this book


72 pages, Hardcover
First published December 1, 2012
দুর্ভাগ্যবশত, সদাশয়তা নামক সদগুণটি আজ এমনই মূল্য হারিয়েছে যে, এটি নিয়ে আর কেউ মাথা ঘামায় না। ... আজ কোথাও কার্যত কোনো ভালো মানুষ নেই।
একেক জনের ভালোবাসার তীব্রতাও একেক রকম। যখন আমি বলি যে, আমি তোমাকে ভালোবাসি, তখন হয়তো কথাটি দিয়ে এই বোঝাতে চাই যে , তোমার কাছে আমি সহজ বোধ করি, স্বতঃস্ফূর্তভাবে আমি তোমার কথা ভাবি এবং স্বতঃস্ফূর্তভাবেই ভাবি যে, তোমার সঙ্গে সবকিছু নিয়ে কথা বলা যায়। এটা কি কোনো বোঝাপড়া: দুটি মানুষ মানসিকভাবে পরষ্পরের কাছে এমন নগ্ন হয়ে ওঠে যে, তারা একে অপরের অবিচ্ছেদ্য হয়ে যায়, মানসিক নগ্নতা থেকে জন্ম নেয় এক ধরণের ঐক্য। আমরা এত সহজে মানসিকভাবে নগ্ন হতে পারি না...। মনের ওপর একটা পর্দা ঝুলিয়ে রাখার প্রয়োজন হলে বুঝতে হবে তোমার পক্ষে নগ্ন হওয়া সম্ভব নয় এবং সে কারণে ভালোও বাসা সম্ভব নয়।
[গুরুত্ব আরোপ ওয়ালীর নিজের। ২৬ অক্টোবর ১৯৫৪।]