প্রায় দুমাস ধরে পড়ে শেষ করলাম।পৃষ্ঠা সংখ্যা দেখে ভেবেছিলাম হয়ত কোনোদিন শেষই করতে পারবো না কিন্তু শেষ করতে পেরে নিজের খুব আনন্দ হচ্ছে।
এখানে মোট ২০টি উপন্যাস ও ৭টি ছোটো গল্প আছে। কম বেশি খারাপ লাগবে না পড়তে, তবে কিছু কিছু গল্পের ধাঁচ একই রকম মনে হয়েছে। যেগুলো সবথেকে ভালো লেগেছে সেগুলোর নাম উল্লেখ করছি - যকের ধন, অসম্ভবের দেশে, পিশাচ, ময়নামতির ময়াকানন, সূর্য নগরীর গুপ্তধন,মান্ধাতার মুল্লুকে।প্রত্যেকটা বইএর আলাদা আলাদা রিভিউ দিয়েছি (ছোটো গল্প ছাড়া),তাই এখানে আর বেশি কিছু লিখলাম না।
পাঠকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই - একটানা গল্পগুলো না পড়ে অন্যান্য বইএর ফাঁকে ফাঁকে পড়ুন, তাহলে ভালো লাগবে।