স্বামী-সংসার আর বাচ্চাদের নিয়ে সুখের সংসার হলেও কোথায় যেন একটা কিন্তু কণার মনে। একটা বিভীষিকা কেবল আঁকড়ে ধরে থাকে তাকে। অতীত ভুলে যেতে চায় কিন্তু স্বাভাবিক আর হতে পারে না। নিজের জন্মদিনে হঠাৎ করেই হারিয়ে গেলো তার দুই সন্তান পাপু আর মুমু। ঠিক আগের মতো... অতীত যেন হামাগুড়ি দিয়ে ডাকছে ওকে।
সত্যি ভয়ংকর সুন্দর! সাইকো থ্রিলারগুলো এমনই হওয়া উচিত। গায়ে কাঁটা দিয়ে উঠছিল আর এটা নিছক একটা গল্পের বই সেটা জানার পরও মনে মনে দোয়া করছিলাম 'হেই খোদা! বাচ্চা দুইটার সাথে যেন খারাপ কিছু না হয়..'
একটা ব্যাপারে ছোট্ট খটকা ছিল (খটকা না বলে গোঁজামিল বলা ভালো। বইটা আগাথা ক্রিস্টির কোন একটা গল্পের এডাপ্টেশন। এতো বড় মিস্টেক ক্রিস্টি আপা কিভাবে করলেন বুঝলাম না) সেটার জন্য কাটা একতারা। নাইলে কিন্তু সেই!
বলতে দ্বিধা নেই খুব সুন্দর ভাবে কাহিনী গুছিয়ে শেষ পর্যন্ত টেনে নেয়া হয়েছে। রহস্য কে রহস্য রেখে কাহিনী এগিয়ে নিয়ে যাওয়া বেশ কষ্টকর। তবে এই গল্পটি তেমন নয়। এটাইকেই হয়ত বলা যায় পারফেক্ট এডাপ্টেশন।
ব্রিলিয়ান্ট। . কণা অতীতের স্মৃতি ভুলে গিয়ে নিজেকে নতুন ভাবে আবিস্কার করেছে। নতুন জীবন ও সংসার নিয়ে সে বেশ সুখেই আছে। কিন্তু এই সুখের জীবন কি বেশি দিন ঠিকবে৷ নাকি কোন এক ঝড় এসে অতীতের মত সব কিছু তছনছ করে দিয়ে যাবে৷ . কণা ও রেহানের দুই সন্তান, পাপু ও মুমু। তাদের ঘিরেই সব কিছু সাজানো। কণার সব কিছুই যেন গোছানো। জীবনের অনেক কিছু পিছনে ফেলে সে নতুন ভাবে এগিয়ে গিয়েছে। সেই জীবনে হঠাৎ করেই যেন অতীতের আবির্ভাব ঘটেছে৷ পাপু ও মুমু হারিয়ে গিয়েছে৷ কিডন্যাপ কিনা সেটাও বলা যাচ্ছে না। এর পেছনে কি কণার অতীত দায়ী? . চমৎকার একটি এডাপ্টেশন। আমি সাধারণত পিডিএফ পড়ি না। চোখের কারণে পিডিএফ পড়া হয় না৷ তবুও এই বইটি পড়েছি। "ওরা কোথায়" এর গল্পটি এডাপ্টেশন হলেলো চমৎকার কাহিনী। কক্সবাজার কে কেন্দ্র করে প্লট সাজানো হয়েছে৷ তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর প্লটের প্রতিটি ধাপ খুব ভেবে লেখা হয়েছে। . কাহিনী একে একে এগিয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত টুইস্ট ধরে রেখেছিল। তবে শেষে এসে কিছুটা তাড়াহুড়ো হয়েছে। কেন জানি না, শেষের ঘটনা দ্রুত ঘটে গিয়েছে এবং এক সাথে অনেক গুলো ঘটনা ঘটেছে যা হয়ত পড়ার আনন্দকে কিছু কমিয়ে দিয়েছে৷ কিন্তু সব মিলিয়ে দারূণ লেগেছে।