কবিতা তো হরহামেশাই পড়েন, হয়তো বেশিরভাগ কবিতাই প্রেম নিয়ে, কিন্তু কতোজন কবি রয়েছেন যারা পৃথিবীর শান্তির জন্য কবিতা লিখেছেন! মহাদেব সাহার আরও একটি কবিতার বই পড়েছিলাম, সেখানেও এবং এখানেও তিনি বার বার যুদ্ধ ছেড়ে মানুষকে শান্তির কথা বলছেন, ঘৃণা ছেড়ে ভালোবাসার কথা বলছেন, বিচ্ছেদ ত্যাগ করে মিলনের আহ্বান জানিয়েছেন। তার কবিতাগুলো হৃদয়ে এক আবেগ তৈরি করে, ভাবতেও শেখায়, শব্দের কি সুন্দর ব্যবহার।
বইটির প্রথম অংশের কবিতাগুলোতে কবি তার মাকে নিয়ে কিছু কবিতা লিখেছেন, মৃত মাকে নিয়ে, যা পড়ে যে কোনো সন্তানের চোখে পানি আসতে বাধ্য।
"মানুষ সহজে ভুলে যায়, আমি ভুলতে পারি না
এখনো শিশির দেখে অশ্রুভেজা চোখ মনে পড়ে,
সবুজ অরণ্য দেখে মনে পড়ে স্নেহের আঁচল
ভোরের শিউলি দেখে শৈশবের স্মৃতি চোখে ভাসে।
মানুষের মতো আমি এতো বেশি স্বাভাবিক নই
আমার নিশ্চয় কিছু স্নেহমায়া, পিছুটান আছে,
শোকদুঃখ, ভালোবাসা আমাকে এখনো দগ্ধ করে
পাথরের মতো এতোটা নিস্পৃহ আমি হতে পারি নাই।"