এই বইতে সমৃদ্ধ বাবু ধরতে চেয়েছেন 1875 থেকে 1940 সালের মধ্যে ভারতে কীভাবে ধর্মের রাজনীতি উঠে আসে ও পরবর্তীতে মূলধারার রাজনীতিকে আচ্ছন্ন করে ফেলে।
এখানে কোনও নতুন তথ্য নেই, কিন্তু বাকি সব জানা তথ্য গুলি সাজিয়ে এ বিষয়ে, পাঠকের মনে এক পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
স্বাভাবিক ভাবেই আলোচনায় মুসলিম লীগ, হিন্দু মহাসভা ও আর এস এসের কথা উঠে এসেছে। এই সংগঠন গুলির প্রতিষ্ঠাতাদের মনোভাব এই বইতে আলোচিত হয়েছে। এরপর তাদের কর্মপদ্ধতি ও কংগ্রেসের সাথে তাদের মিলিত অভিযান ও মত পার্থক্যও জায়গা পেয়েছে।
এত কম পরিসরে এত গুলি বিষয়ে সহজ ভাষায় আলোচনা করা বেশ শ্রমসাধ্য। লেখক তা করে দেখিয়েছেন এখানে। সেটাই এই বইয়ের সার্থকতা। আগামীতে আশা করি খুব শীঘ্রই এই বইয়ের পরবর্তী খণ্ড পড়তে পারবো।