মোট দু'টি লেখা আছে এই বইয়ে। তারা হল~ ১. কুয়াশা: এটি একটি উপন্যাসিকা। রিভেঞ্জ ফ্রম বিয়ন্ড দ্য গ্রেভ— ধারণাটির বাস্তবায়ন করা হয়েছে এতে। মুশকিল হল, এটি লেখার সময় লেখক সম্ভবত নিজের লেখনীতে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। ফলে চরিত্র ও আবহ-নির্মাণের নামে অতিকথনের চূড়ান্ত হয়েছে। 'আকাশ হালকা নীল'-এর বদলে "মাথার ওপরের প্রকাণ্ড চাঁদোয়াটা এক বালতি জলে এক চামচ সুলেখা রয়েল ব্লু ঢাললে যেমন হয় তেমন রঙের" স্টাইলে প্রতিটি অভিব্যক্তি ও অনুভূতিকে ফেনিয়ে লম্বা করা হয়েছে এতে। ভয় বা রোমাঞ্চের বদলে হাই-জাগানিয়া এই স্টাইলটি ত্যাগ না করলে লেখক উদ্দিষ্ট পাঠকগোষ্ঠীর ক্রোধের কারণ হবেন কিন্তু। ২. নৈঃশব্দ্য: এটি বড়োগল্প। মনস্তত্ত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেই হয়তো এই লেখাটি অপেক্ষাকৃত দ্রুতগামী। ওল্ড সিনস্ কাস্ট লং শ্যাডোজ— এই ভাবনাটিকে ঘাত-প্রতিঘাতের মাধ্যমে অতিলৌকিক পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়েছে এতে। ভরসা রাখি, পরের বইয়ে লেখক নিজের দক্ষতা ও সুনামের প্রতি সুবিচার করবেন।