পনেরোটা ঝকঝকে গল্পের সঙ্কলন ‘দিশানীর ভালোবাসারা’। গল্পগুলোর অধিকাংশই আগে দেশ, সানন্দা, এইসময়, প্রভৃতি জনপ্রিয় পত্রিকায় ছাপা হয়েছে, তাই অনেকেই হয়তো তনুশ্রী দাসের লেখার সঙ্গে পরিচিত। বহুদিন ধরেই লিখছেন। নিয়মত পত্র-পত্রিকার জন্য লেখেন বলেই হয়তো তাঁর লেখায় একধরনের মুনশিয়ানা চোখে পড়ে যার প্রধান লক্ষণগুলো হলো টানটান মেদহীন প্লট, আখ্যানিক গতিময়তা, শব্দ-সাশ্রয়, ছিমছাম চরিত্রায়ন—ছোট ছোট আঁচড়ে এঁকে ফেলেন নিপুণ চরিত্ররেখা, চরিত্রদের গভীর অন্তর্জগৎ, নানা জটিল মনস্তাত্ত্বিক পরিস্থিতি। পড়া শেষ করেও ছবিগুলো, চরিত্রগুলো মনে রয়ে যায়।